মতলব উত্তর

প্রধানমন্ত্রীর আগমনে চাঁদপুর এক নতুন রূপ নেবে : ত্রাণমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম এমপি বলেছেন, আগামী পহেলা এপ্রিল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাঁদপুর সফর করবেন। তাঁর আগমনকে কেন্দ্র করে চাঁদপুর নতুন এক রূপ নিবে। প্রধানমন্ত্রী যাতে চাঁদপুরকে অনেক উঁচুমানে দেখেন সে স্বপ্ন এবং প্রত্যাশা নিয়ে তাঁর আগমন সফল করতে আমরা বহু পরিকল্পনা হাতে নিয়েছি। আমরা সবাই মিলে সে পরিকল্পনা বাস্তবায়ন করবো। প্রধানমন্ত্রীর আগমনে আমরা চাঁদপুরে একটা নজির স্থাপন করতে চাই। তাঁর আগমনে সেদিন (পহেলা এপ্রিল) চাঁদপুর হবে উৎসবের নগরী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ১ এপ্রিল ২০১৮ তারিখে চাঁদপুর জেলা সফরকে সামনে রেখে ২৩ মার্চ শুক্রবার সকাল ১১টায় মোহনপুর আলী ভিলায় মতলব উত্তর উপজেলা আ’লীগের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন তিনি।

মন্ত্রী আরো বলেন, আমরা চাই ওইদিন পুরো স্টেডিয়াম মানুষে মানুষে ভরে যাক, স্টেডিয়াম ছাপিয়ে সমস্ত শহর ভরে যাক। যতো দূর যায় লোকেলোকারণ্য থাকতে হবে। মানুষ যেনো বুঝতে পারো অগণিত লোক সমাগম হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী যেনো বুঝতে পারেন চাঁদপুরবাসী তাঁকে ভালোবাসে। চাঁদপুরে যেনো আমরা সেই নজির স্থাপন করতে পারি। রাজনৈতিকভাবে সকল স্তরের নেতৃবৃন্দ এই জনসভা আনন্দঘন করার জন্যে সর্বাত্মক চেষ্টা করবেন। এ জন্যে সর্বস্তরের মানুষের প্রতি জনসভায় উপস্থিত হতে উদাত্ত আহŸান জানান।

মতলব উত্তর উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড. রুহুল আমিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- মতলব দক্ষিণ উপজেলা আ’লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) এইচএম গিয়াস, ছেংগারচর পৌরসভার মেয়র আলহাজ্ব রফিকুল আলম জজ, মতলব পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটন, মতলব উত্তর উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধান, বৃহত্তর মতলব মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার তমিজ উদ্দিন আহমদ, গোলাম মোস্তফা রতন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী শরীফ, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান ঢালী, উপজেলা ছাত্রলীগের আহŸায়ক ও জেলা পরিষদের সদস্য মিনহাজ উদ্দিন খান, ফরাজীকান্দি ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ, ফতেপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ, ছেংগারচর পৌরসভার প্যানেল মেয়র হাজী রুহুল আমিন মোল্লা, মতলব পৌরসভার প্যানেল মেয়র আবুল বাশার পারভেজ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহŸায়ক সিরাজুল ইসলাম ডাবলু, সদস্য সচিব এ্যাড. আক্তারুজ্জামান, কৃষকলীগের সভাপতি হাজী অখিল উদ্দিন, সাধারণ সম্পাদক জিএম ফারুক, মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি কামরুল হাসান মামুন’সহ নেতৃবৃন্দ।

প্রতিবেদক- খান মোহাম্মদ কামাল

Share