আগামী ১ এপ্রিল চাঁদপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে পৌর আওয়ামী লীগের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ মার্চ) বিকেলে জেলা আওয়ামী লীগ অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ।
তিনি বক্তব্যে বলেন আওয়ামী লীগের নেতা কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে হবে। জাতির জনকের সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
তিনি আরো বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ মানুষের দল। এই দল ক্ষমতায় এলে দেশের উন্নয়ন হয়, মানুষের উন্নয়ন হয়। জননেত্রী শেখ হাসিনা বিশ্বের দরবারে আমাদের মাথা অনেক উচু করেছে। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের মানবতার মা স্বীকৃতি পেয়েছে। শুধু তাই নয় বিভিন্ন উপাধিকে ভোষিত হয়েছে। বাংলাদেশের মানুষ আজ শেখ হাসিনার পেছনে ঐক্যবদ্ধ রয়েছে।
তিনি আরো বলেন আগামী ১ এপ্রিল প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনা চাঁদপুর স্টেডিয়ামে জনসভায় যোগ দিবেন। জনসভায় পৌর আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ সু-শৃঙ্খল ভাবে অংশগ্রহণ করবে বলে আশি মনে। প্রধানমন্ত্রীর বক্তব্য শেষ হওয়ার আগে কেউ যেন সভাস্থল ত্যাগ করবেন না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে যাকে যে দায়িত্ব দেওয়া হবে তা যেন সঠিক ভাবে পালন করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাঁদপুরকে দু’হাতে দিয়েছেন। চাঁদপুর বাসীর সবচেয়ে বড় সমস্য নদী ভাঙ্গন রোধ করেছেন। চাঁদপুর থেকে হাইমচর জালিয়ারচর পর্যন্ত নদী রক্ষা বাঁধ তৈরি করে দিয়েছেন। এখন মেঘনার পাড়ের মানুষ শেখ হাসিনাকে দু’হাত তুলে দোয়া করছেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ আবু নঈম পাটওয়ারী দুলাল। সভার সমন্বয়কারী ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আঃ রশিদ সর্দার।
পৌর আওয়ামী লীগের সভাপতি রাধা গোবিন্দ গোপের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক আখতার হোসেন বাচ্চু পাটওয়ারীর পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল, সহ-সভাপতি আলহাজ কাশেম গাজী, হাজী নূরুল ইসলাম নূরু, যুগ্ম-সাধারণ সম্পাদক বিবি দাস, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. দেবাশীষ কর মধু, শ্রম বিষয়ক সম্পাদক মঞ্জুর হোসেন মঞ্জু, কৃষি বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া, দপ্তর সম্পাদক এমরান হোসেন সেলিম, পৌর মহিলা লীগের সভাপতি শীপ্রা দাস, সাধারণ সম্পাদক খালেদা খানম, পৌর যুবলীগের আহŸায়ক আব্দুল মালেক শেখ, যুগ্ম-আহাবায়ক সফিকুল ইসলাম।
ওয়ার্ড আওয়ামী লীগ নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মানিক, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিদ্দিকুর রহমান ঢালী, ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মফিজুর রহমান বেপারী, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম বিপ্লব, ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দিলদার হোসেন লিপন, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাক্তার গোলাম হোসেন জুয়েল, ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন খান বাদশা, ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মতিন বকাউল, ১০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য সচিব সালাউদ্দিন মিয়াজী, ১২ নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন ভূঁইয়া, ১৩নং ওয়ার্ড আওয়ামী লীগের আলমগীর হোসেন গাজী, ১৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি খাইরুল ইসলাম নয়ন, ১৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নূরুল আলম আখন্দ প্রমুখ।
প্রতিবেদক- আশিক বিন রহিম