চাঁদপুর সদরের রাজরাজেস্বর চর থেকে ফিরার পথে আচমকা ঘূর্ণিঝড়ে একটি নৌকা ডুবে যায়। ওই সময় নৌকাতে থাকা ৪ জনের মধ্যে ৩জন নদী সাত্রিয়ে তীরে উঠতে পারলেও একজনকে আর খুজে পাওয়া যায়নি।
শুক্রবার (৩১ মার্চ) হঠাৎ কালবৈশাখী ঝড়ে চাঁদপুর মোলহেড এলাকার মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে । এ ঘটনায় নিখোঁজ ব্যাক্তি হলেন চাঁদপুর শহরের প্রফেসর পাড়া এলাকার খন্দকার বাড়ির মো. আলী আরশাদ খন্দকার (৫৬)।
নিখোঁজ আলী আরশাদের ছেলে একে আজাদ জানায়, শুক্রবার বিকেলে আমি আর আমার বাবাসহ ৪ জন গরুর ঘাস আনার জন্য মেঘনার চরে যাই। পথিমধ্যে হঠাৎ ঘূর্ণিঝড়ে আমাদের নৌকাটি ডুবে যায়। ওই সময় নৌকাতে থাকা তাজল ইসলাম (২৪) ও আবুল ছৈয়াল (৬০) আমরা তিনজন আহত অবস্থায় শাত্রিয়ে নদীর তীরে উঠতে সক্ষম হলেও আমার বাবা আরশাদ খন্দকার তীরে আসতে পারেনি।
শুক্রবার রাত থেকে শুরু করে শনিবার পর্যন্ত মেঘনায় অনেক খোজাখুঁজি করেও এ রিপোর্ট লেখা পর্যন্ত তাঁর খোজ পাওয়া যায়নি।
প্রতিবেদক- শরীফুল ইসলাম