লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নতুন প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন নাঈম কাশেম। এর আগে তিনি সশস্ত্র গোষ্ঠীটির উপ-প্রধানের দায়িত্ব পালন করে আসছিলেন। মঙ্গলবার ২৯ অক্টোবর এক বিবৃতিতে হিজবুল্লাহ এ তথ্য জানিয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।
বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে,শুরা কাউন্সিল শেখ নাঈম কাশেমকে হিজবুল্লাহর মহাসচিব হিসেবে বেছে দিতে রাজি হয়েছে।
২৭ সেপ্টেম্বর ইসরায়েলের হামলায় নিহত হন হিজবুল্লাহর সাবেক প্রধান হাসান নাসরুল্লাহ। ওই সময় শোনা গিয়েছিল নাসরুল্লাহর স্থলাভিষিক্ত হবেন হাসিম সাফিউদ্দিন। তবে নাসরুল্লাহ নিহত হওয়ার এক সপ্তাহ না পেরুতেই সাফিউদ্দিনকেও লক্ষ করে হামলা চালায় ইসরায়েল। ওই হামলায় তিনি প্রাণ হারান। অবশেষ এক মাসের বেশি সময় পর নাঈম কাশেমকে নতুন প্রধান হিসেবে ঘোষণা করেছে হিজবুল্লাহ।
হিজবুল্লাহর অন্যতম প্রতিষ্ঠাতা নাঈম কাশেম (৭১) ১৯৯১ সাল থেকে সংগঠনের উপ-মহাসচিবের দায়িত্ব পালন করছেন। নাঈম কাশেমের জন্ম ১৯৫৩ সালে। ইসরায়েল-লেবানন সীমান্তে কিফার ফিলা গ্রামে বেড়ে ওঠেন তিনি। ২০০৬ সালে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর নাসরাল্লাহসহ হিজবুল্লাহর বেশিরভাগ জ্যেষ্ঠ নেতা প্রকাশ্যে আসা বন্ধ করলেও নাঈম নিয়মিত জনসম্মুখে এসে বক্তব্য রেখেছেন। ২৭ সেপ্টেম্বর ব্যাপক বিমান হামলায় নাসরাল্লাহ নিহত হওয়ার পর তিন বার জনসম্মুখে এসে বক্তব্য দিয়েছেন তিনি।
২৯ অক্টোবর ২০২৪
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur