বিসিক ৪৯৩ উপজেলায় প্রদর্শনী কেন্দ্র করবে

দেশের তৃণমূল থেকে শুরু করে শহর-উপশহরের কুটির,ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের পণ্যের বাজার তৈরিতে ৪৯৩টি উপজেলায় প্রদর্শনী ও বিপণন কেন্দ্র করবে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন-বিসিক।

একটি বেসরকারি সংস্থাকে সঙ্গে নিয়ে এ কার্যক্রম চালাবে রাষ্ট্রায়ত্ত সংস্থাটি।

বেসরকারি প্রতিষ্ঠান ঐক্য ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত হয়ে ‘বিসিক-ঐক্য ডিজিটাল ডিসপ্লে অ্যান্ড সেলস সেন্টার’ নামের এসব বিপণন কেন্দ্র স্থাপন করা হবে।

বুধবার ঢাকায় আনুষ্ঠানিকভাবে দু’ প্রতিষ্ঠানের মধ্যে এনিয়ে সমঝোতা চুক্তি সই হয়েছে।

বিসিক চেয়ারম্যান মোশতাক হাসানের সভাপতিত্বে চুক্তি সই অনুষ্ঠানে সংস্থার সচিব মফিদুল ইসলাম ও ঐক্য ফাউন্ডেশনের প্রধান নির্বাহী অপু মাহফুজ চুক্তিতে সই করেন।

উদ্যোক্তাদের প্রশিক্ষণ,তাদেরকে নিয়ে টেলিভিশনে অনুপ্রেরণামূলক অনুষ্ঠান সম্প্রচার, দেশি উদ্যোক্তাদের পণ্য অনলাইনে বিক্রির মাধ্যমে বাজার বাড়ানোসহ বিভিন্ন সহায়তামূলক কাজ করছে ঐক্য ফাউন্ডেশন।

বিসিকের সঙ্গেও আগে থেকে যুক্ত আছে এ ফাউন্ডেশন।

বার্তা কক্ষ , ২৩ সেপ্টেম্বর ২০২১
এজি

Share