চাঁদপুর জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডল বলেছেন, ‘আমাদের দেশে প্রথা রয়েছে শীত কালে বেশি বিয়ে হয়, তাই বাল্য বিবাহের বিষয়ে সতর্ক থাকতে হবে। জেলার প্রত্যেক কিশোর কিশোরীদের ডাটাব্যাজ তৈরির কাজ শুরু করেছি। আমরা চাই প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের শপথ করাবো যে তারা ১৮ বছরের আগে বিয়ে করবে না। বাল্য বিবাহ রোধে প্রত্যেক উপজেলায় কমিটি গঠন করতে হবে।’
রোববার (১৩ নভেম্বর) বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চাঁদপুর জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল এসব কথা বলেন।
শুরুতেই গত সভায় কার্যবিবরণ পাঠ, সিদ্ধান্ত ও অগ্রগতি তুলে ধরেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ শাহাদাৎ হোসেন।
চলতি নভেম্বরে প্রশাসনের হস্তক্ষেপে ৪টি বাল্য বিবাহ বন্ধ করা হয়েছে। কাজীরা স্ব স্ব উপজেলায় বিয়ের জন্ম সনদ জমা দিতে হবে। বাল্য বিয়ে যেন আর না হয় সে জন্য সকলকে সচেতন করতে হবে। এক এলাকার কাজী অন্য এলাকায় গিয়ে বিয়ে পড়াতে পারবেন না। আইন আইনের গতিতে চলবে, আমরা জিরো অস্থানে রয়েছি। যে কোন অন্যায়ে কাউকে ছাড় দেওয়া হবে না।
যানজট নিরসনে বিষয়ে তিনি বলেন, ‘আমাদের সিদ্ধান্ত রয়েছে যে দিনের বেলায় কোনো মতেই ট্রাক বা লড়ি চলতে দেয়া যাবে না। লাইসেন্সবিহীন সিএনজি শহরে চলতে পারবে না এবং লাইসেন্স ছাড়া কোনো চালককে সিএনজিতে উঠতে দেয়া যাবে না। যেহুতো শহরের সড়কগুলো প্রসস্থ করার কর্মপরিকল্পনা হতে নেওয়া হয়েছে। শহরে সুন্দরভাবে পরিচালনা করার জন্য প্রশাসনের যা যা করণীয় তাই করা হবে।’
সংখ্যালগুদের ওপর হামলা বিষয়ে বলেন, ‘চাঁদপুরের মানুষ আইনকে শ্রদ্ধা করে। তাই চাঁদপুর তেমন কোন অপ্রীতিকর ঘটনা ঘটে না। সংখ্যালগুদের উপর যাতে কোন হামলা না হয় সেদিকে সকলকে সতর্ক থাকতে হবে।’
সভায় অন্যান্যের মাধ্যে আরো বক্তব্য রাখেন, পুলিশ সুপার শামসুন্নাহার, সিভিল সার্জন আলহাজ¦ ডা. সাইফুর রহমান, মহিলা কলেজের অধ্যক্ষ এমএ মতিন মিয়া, নৌ পুলিশের এসপি সুভ্রত কুমার হালদার, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার যুদ্ধাহত মুক্তিযোদ্ধ এম এ ওয়াদুদ, স্বাধীনতা পদক প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি বি এম হান্নান, হজিগঞ্জ পৌরসভার মেয়র আ.স.ম মাহাবুব উল আলম লিপন, ফরিদগঞ্জ পৌরসভার মেয়র মাহফুজুল হক, শাহরাস্তি উপজেলা পরিষদের চেয়াম্যান মো. দেলোয়ার হোসেন, হাজীগঞ্জ উপজেলা পরিষদ চেয়াম্যান অধ্যপক আঃ রশীদ মজুমদার, সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা উদয়ন দেওয়ান, জেলা ন্যাপ সভাপতি আলহাজ¦ আবুল কালাম পাটোয়ারী মতলব দক্ষিণের নির্বাহী কর্মকর্তা মো. সহিদুল ইসলাম, মতলব উত্তরের নির্বাহী কর্মকর্তা মো. মফিজুল ইসলাম, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফ হোসেন, শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জেসমিন আক্তার বানু, ট্রাফিক ইনেসপেক্টর দেলোয়ার হোসেন, নৌ বন্দর কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইনেসপেক্টর তাজুল ইসলাম প্রমুখ।