চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সটাকী বাজার শরীফ উল্লাহ হাইস্কুল এন্ড কলেজ মাঠে মতলব উত্তর উপজেলার যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে মুক্ত রাখার লক্ষে মেঘনা সংসদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলা শুরু হয়েছে।
আজ শুক্রবার (২৮জুন) উপজেলার সুগন্ধি প্রবাসী ড্রীম সংঘ কতৃক আশোজিত মেঘনা সংসদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে মতলব উত্তর একাডেমি ফুটবল একাদশ বনাম এখলাছপুর ফুটবল একাদশ মধ্যকার খেলাটি নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র ভাবে শেষ হয়।
শেষে ড্রাইবেকারে মতলব উত্তর ফুটবল একাডেমি ৬-৫ গোলে এখলাছপুর ফুটবল একাদশকে পরাজিত করে মতলব উত্তর ফুটবল একাডেমি বিজয় লাভ করে ফাইনালে খেলার গৌরব অর্জন করে। খেলা শেষে ম্যান অফ দ্যা ম্যাচ মতলব উত্তর ফুটবল একাডেমির বিদেশি খেলোয়াড় শুকুর হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন।
উক্ত সেমিফাইনাল খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও মোহনপুর ইউনিয়ন পরিষদ এর ৫ বারের সাবেক চেয়ারম্যান মরহুম শামসুল হক চৌধুরী বাবুল এর ছেলে মুহিবুল হক চৌধুরী সুমিত, ছেংগারচর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান ঢালী, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ জাকির খান,ছেংগারচর পৌরসভার সাবেক প্যানেল মেয়র আলহাজ্ব রুহুল আমিন মোল্লা, মোহনপুর ইউনিয়ন পরিষদ এর মেম্বার আলমগীর হোসেন কবিরাজ, পৌর আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর ভুইয়া, বোরহান উদ্দিন প্রধান, যুবলীগ নেতা খোরশেদ আলম, মোঃকামাল হোসেন, খোরশেদ অপুসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আগামী কাল শনিবার দুলালকান্দি বনাম আল আমিন মটরস একাদশ দ্বিতীয় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
উক্ত কোয়ার্টার ফাইনাল খেলাটি দেখার জন্য উপজেলার বিভিন্ন এলাকা থেকে কয়েক সহস্রাধিক ফুটবল প্রেমি দর্শক খেলাটি উপভোগ করেন।
খেলার সার্বিক দায়িত্বে ছিলেন, মোঃ শরীফ হোসেন, মোঃ এরফান, মোঃ ফয়েজ, মোঃ সুজন, জুলফিকার প্রমূখ।
১৬টি দল নিয়ে খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে মাঠে চল;; এই শ্লোাগানে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে সচেতনতায় ১৬ টু দল নিয়ে মেঘনা সংসদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুর হয়। যার পৃষ্ঠপোষকতায় ছিলেন, সুগন্ধি প্রবাসী যুবসম্প্রদায়। যার শুভ উদ্বোধন করা হয় গত ৭ জুন জমকালো আয়োজনে।
নিজস্ব প্রতিবেদক, ২৮ জুন ২০২৪