আন্তর্জাতিক

প্রথম মার্কিন নারী প্রেসিডেন্ট হতে প্রচারণায় নামছেন হিলারি

আন্তর্জাতিক ডেস্ক :

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে শনিবার থেকে আনুষ্ঠানিক যাত্রা শুরু করছেন হিলারি ক্লিনটন।

নিউইয়র্কে নির্বাচনী প্রচারণা র‌্যালির মাধ্যমে ভোটের মাঠে নামছেন সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী।

ভোটযুদ্ধে জয়ের জন্য ডেমোক্রেটিক পার্টির এই নেতা মধ্যবিত্তদের জন্য লড়াই করার প্রতিশ্রুতি দিয়েছেন।

এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।

খবরে বলা হয়, নিউইয়র্কের রুজভেল্ট আইল্যান্ডে হাজারো সমর্থক হিলারির র‌্যালিতে অংশ নেবেন বলে অনুমান করা হচ্ছে।

আশা করা হচ্ছে, এই র‌্যালিতে হিলারির সঙ্গে তার স্বামী বিল ক্লিনটন ও কন্যা চেলসি ক্লিনটন যোগ দেবেন।

র‌্যালি শুরুর আগে এক প্রচারণামূলক ভিডিওচিত্র প্রকাশ করেছেন নিউইয়র্কের সাবেক গভর্নর হিলারি ক্লিনটন।

ভিডিওচিত্রে হিলারি মধ্যবিত্তদের জন্য লড়বেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। বলেছেন, জনগণের সমস্যাকেই তিনি প্রাধান্য দেবেন।
এই ভিডিওচিত্রে মধ্যবিত্ত পরিবার থেকে নিজের বেড়ে ওঠার কথাও বলেন হিলারি।

৬৭ বছর বয়সী এই রাজনীতিকের ভাষায়, ‘আমার বাবা ছিলেন ফ্যাক্টরি শ্রমিকের সন্তান। তিনি নিজেই ছোট্ট একটা ব্যবসা পরিচালনা করেছেন। আমার মা কখনো কলেজে যাননি। কিন্তু তার মেয়েতো (হিলারি) কলেজে গেছে।’

রাজনীতিতে এক ঝলকে ক্লিনটনের চার দশকের পথচলাও ফিরে দেখা হয়েছে নির্বাচনী ভিডিওচিত্রটিতে।

গত সপ্তাহে সিএনএন এক জরিপ চালিয়েছিল। সেখানে ৫৭ শতাংশ মার্কিনী বলেছেন, হিলারি সৎ ও বিশ্বস্ত নন।

খবরে বলা হয়, হিলারি-বিদ্বেষী মার্কিনীর সংখ্যা আগের একটি জরিপের চেয়ে বেশি দেখা গেছে। কেননা, মার্চে এক জরিপে হিলারিকে অসৎ ও অবিশ্বস্ত বলে ভোট দিয়েছিল ৪৯ শতাংশ মার্কিনী।

শনিবার, ১৩ জুন ২০১৫ ০১:০৬ অপরাহ্ন

চাঁদপুর টাইমস : এমআরআর/২০১৫

চাঁদপুর টাইমসর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না

Share