বাংলাদেশ বেতারে প্রথম নারী মহাপরিচালক হিসেবে যোগ দিয়েছেন হোসনে আরা তালুকদার।১৫ জানুয়ারি বুধবার রাতে সরকারি তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বেতারের মহাপরিচালক হিসেবে নিয়োগের আগে তিনি উপমহাপরিচালক (বার্তা) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি বিসিএস (তথ্য) ক্যাডারের ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা।
হোসনে আরা তালুকদার ১৯৬২ সালের ১ জানুয়ারি টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট থেকে স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৮৪ সালে বিসিএস ক্যাডার হন।
চাঁদপুর টাইমস রিপোট