Home / ইসলাম / প্রথম তাকবিরের সঙ্গে জামাতে নামাজ পড়ার ফজিলত
প্রথম তাকবিরের সঙ্গে জামাতে নামাজ পড়ার ফজিলত

প্রথম তাকবিরের সঙ্গে জামাতে নামাজ পড়ার ফজিলত

জামাআতে নামাজ পড়ার ফজিলত ইতিপূর্বে আলোচনা হয়েছে। জামাআতে নামাজ আদায়ের ফজিলত অত্যধিক। জামাআতে নামাজ আদায়ের সময় তাকবিরে উলা বা প্রথম তাকবিরের সময় থেকে নামাজ আদায়ের ফজিলত সম্পর্কে একটি হাদিস তুলে ধরা হলো-

হজরত আনাস ইবনে মালেক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনে বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি আল্লাহর ওয়াস্তে প্রথম তকবিরসহ চল্লিশ দিন জামাআতসহ নামাজ আদায় করবে; তার জন্যে দুটি নিষ্কৃতি লেখা হবে। (ক.) জাহান্নামের আগুন থেকে নিষ্কিৃতি; (খ.) মুনাফেকি থেকে নিষ্কৃতি। (তিরমিজি)

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে জামাআতের শুরু থেকে অর্থাৎ তাকবিরে উলার সহিত নামাজ আদায়ের তাওফিক দান করুন। এবং জাহান্নামের আগুণ থেকে নিষ্কৃতি লাভের সঙ্গে সঙ্গে মুনাফিকি থেকে হিফাজত করুন। আমিন।

নিউজ ডেস্ক ।। আপডেট ০৬:২৯ পিএম,১৭ জুলাই ২০১৬,রোববার
এইউ

Leave a Reply