Home / আন্তর্জাতিক / প্রথমবারের মতো মাঠে বসে খেলা দেখলেন সৌদি নারীরা
প্রথমবারের মতো মাঠে বসে খেলা দেখলেন সৌদি নারীরা

প্রথমবারের মতো মাঠে বসে খেলা দেখলেন সৌদি নারীরা

যুগের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছেন সৌদির নারীরা। তারা আগে যেসব জিনিস কল্পনাও করতো না, আর এখন তারা সেসব কাজই করার অনুমতি দিচ্ছে সরকার। এর ফলে নতুন করে ইতিহাস রচনার করলেন সৌদি নারীরা।

প্রথমবারের মতো স্টেডিয়ামে বসেই খেলা দেখেছেন। সৌদি নারীরা আগে স্টেডিয়ামে প্রবেশের অনুমতিই পেতেন না, সেখানে এখন তারা স্টেডিয়ামে প্রবেশের অনুমতিসহ খেলাও দেখতে পারছেন।

রাজধানী রিয়াদের কিং ফাহাদ আন্তর্জাতিক স্টেডিয়ামে শুক্রবার প্রথমবারের মতো আল আহলি এবং আল বাতিন দলের একটি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। আর সেটি দেখতে মাঠে গিয়েছেন নারীরা। আর সৌদির তিনটি শহরের স্টেডিয়ামে খেলা দেখার সুযোগ পাচ্ছেন নারীরা।

এছাড়াও জেদ্দা এবং পূর্বাঞ্চলীয় দাম্মাম শহরে আরও দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। সেখানেও নারীরা খেলা দেখার সুযোগ পাবেন।

গত অক্টোবরে জেনারেল স্পোর্টস অথরিটি (জিএসএ) জানিয়েছিল, ২০১৮ সালের শুরুতেই তিনটি স্টেডিয়ামে নারীরা খেলা দেখার সুযোগ পাবেন। ওই স্টেডিয়ামগুলোতে আগে শুধুমাত্র পুরুষরাই খেলা দেখার সুযোগ পেতেন। স্টেডিয়ামগুলোতে এখন নারীদের জন্য আলাদাভাবে বসার ব্যবস্থা করা হয়েছে।

(বিবিসি)

নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সময় ৬ :২০ পিএম, ১৩ জানুয়ারি ২০১৮, শনিবার
এএস