ভারতের ইতিহাসে প্রথমবারের মতো কেরালায় জুমার নাজ পড়ালেন নারী ইমাম জামিদা। আজ কেরালার মালাপুরম জেলায় অবস্থিত কুরআন এবং সুন্নাত সোসাইটির কার্যালয় ও মসজিদে তিনি ওই নামাজ পড়ান।
নারী ইমাম জামিদা রাজ্যের কুরআন এবং সুন্নাত সোসাইটির মহাসচিবের দায়িত্ব পালন করছেন। জুমার নামাজের আগে তিনি মুসল্লিদের খুতবাও পড়ে শোনান। ভারতে ইতোপূর্বে কোন নারীর জুমা নামাজ পড়ানোর ইতিহাস নেই।
তাই জামিদার নামাজ পড়ানো নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। যদিও ইসলামে ধর্মীয় আচারে নারী-পুরুষের মধ্যে কোন বিভিদ নেই।ধর্মীয় কাজে নারী-পুরুষের বিভেদ টানা নিয়ে জামিদা বলেন, ‘এ ধরণের বিভেদ মুসলিম পন্ডিতদের সৃষ্টি।’
কেরালার প্রগতিশীল শেকান্নুর মৌলভী কুরআন ও সুন্নাত সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন। জীবদ্দশায় তিনি আলোচিত ব্যক্তিত্ব ছিলেন। ১৯৯৩ সালের ২৯ জুলাই তিনি রহস্যজনকভাবে অন্তর্ধ্যান করেন। পরে ধারণা করা হয়, তিনি মৃত্যুবরণ করেছিলেন।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের মুসলিম পন্ডিত এবং প্রফেসর আমিনা ওদুদ ২০০৫ সালে ইতিহাসে প্রথম নারী হিসেবে জুমার নামাজ পড়ানো শুরু করেছিলেন।
নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সময় ৭: ০০ পিএম, ২৬ জানুয়ারি ২০১৮,শুক্রবার
এএস
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur