সারাদেশ

প্রত্যেক এমপি পাচ্ছেন ২০ কোটি টাকা

‎Tuesday, ‎07 ‎July, ‎2015 5:09:09:54 PM

চাঁদপুর টাইমস নিউজ ডেস্ক:
নিজ এলাকার উন্নয়নে বছরে চার কোটি টাকা করে বরাদ্দ পাবেন সংসদ সদস্যরা। পাঁচ বছরে প্রত্যেককে ২০ কোটি টাকা করে দিতে ছয় হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন করেছে একনেক। রাজনৈতিক উদ্দেশ্যে নেয়া এ প্রকল্পের মাধ্যমে স্থানীয় সরকারে এমপির কর্তৃত্ব বাড়ার পাশাপাশি দুর্নীতির আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষায় উন্নয়ন প্রকল্প নিয়ে প্রায়শই মন্ত্রণালয়গুলোতে ধর্না দেন সংসদ সদস্যরা। নিজ এলাকার সেতু, কালভার্ট কিংবা সড়ক উন্নয়নে জমা দেন ছোট ছোট নানা প্রকল্প। বার্ষিক উন্নয়ন কর্মসূচি-এডিপিতে স্থানীয় সরকার খাতে বিশেষ উন্নয়ন সহায়তা নামে দেয়া থাকে বড় আকারের বরাদ্দ। এবার এমপিদের জন্য আলাদা করে অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন নামে ছয় হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন দিল একনেক।

এ প্রকল্পের আওতায় সংরক্ষিত নারী ও সিটি কর্পোরেশন এলাকা বাদে ২৮৪ জন এমপি বছরে চার কোটি টাকা করে বরাদ্দ পাবেন। তবে এ অর্থ সংসদ সদস্যরা সরাসরি নিজেরা ব্যয় করতে পারবেন না। তাদের পছন্দের প্রকল্পের তালিকা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে জমা দেবার পর এলজিইডি তা বাস্তবায়ন করবে জানান পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

তত্ত্বাবধায়ক সরকার বাদে এর আগে বিএনপি ও আওয়ামীলীগ নেতৃত্বাধীন সরকারের সময়েও ছিলো এ বরাদ্দ। উন্নয়নের নামে রাজনৈতিক উদ্দেশ্যেই এ ধরণের প্রকল্পের অর্থ ব্যয় হয় বলে বলে মনে করেন বিশ্লেষকরা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেকে সাড়ে দশ হাজার কোটি টাকা ব্যয়ে মোট আটটি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে।

Share