আগামী ২৩ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি (বিআরডিবি) নির্বাচনে সভাপতি পদে প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ভোটের মাঠে নেমেছেন দুই প্রার্থী। সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে ফরিদগঞ্জ বিআরডিবি কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা সমবায় কর্মকর্তা মুহাম্মদ ফারুক আলম সভাপতি পদের দুই প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেন।
এ সময় সভাপতি পদপ্রার্থী আব্দুল খালেক পাটওয়ারীকে চেয়ার প্রতীক এবং জাহাঙ্গীর আলমকে ছাতা প্রতীক প্রদান করা হয়।
প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে উভয় প্রার্থীর সমর্থক ও ভোটাররা উপস্থিত ছিলেন।
প্রতীক বরাদ্দ শেষে নির্বাচন পরিচালনা কমিটি প্রার্থীদের সঙ্গে নির্বাচনী আচরণবিধি নিয়ে আলোচনা করেন। শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না করার জন্য প্রার্থী ও তাঁদের সমর্থকদের প্রতি আহ্বান জানানো হয়।
চেয়ার প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতাকারী আব্দুল খালেক পাটওয়ারী বলেন, “আমি দীর্ঘদিন ধরে সমবায় আন্দোলনের সঙ্গে যুক্ত। ১৯৭টি সমবায়ের মধ্যে অনেকগুলো বর্তমানে নিষ্ক্রিয় রয়েছে। নির্বাচিত হলে এসব সমবায়কে সচল করে সমবায় আন্দোলনকে আরও গতিশীল করাই হবে আমার প্রধান লক্ষ্য। সমবায় সদস্যরা যেন সহজে ঋণ নিয়ে তা কাজে লাগাতে পারেন এবং সময়মতো ফেরত দিতে পারেন—সে বিষয়ে বিশেষ গুরুত্ব দেবো। দেশের বড় বড় সাফল্যের পেছনে সমবায়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আশা করি, সমবায়ীরা চেয়ার প্রতীকে ভোট দিয়ে আমাকে কাজ করার সুযোগ দেবেন।”
অন্যদিকে, ছাতা প্রতীকপ্রাপ্ত প্রার্থী জাহাঙ্গীর আলম বলেন, “আমি ছাতা প্রতীক নিয়ে সভাপতি পদে নির্বাচন করছি। আমার চাচাও এই প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেছেন। সমবায়ীদের ভোটে নির্বাচিত হলে ফরিদগঞ্জ বিআরডিবির সার্বিক উন্নয়ন ও কার্যক্রমকে আরও শক্তিশালী করতে কাজ করবো।”
নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি উপজেলা সমবায় কর্মকর্তা মুহাম্মদ ফারুক আলম জানান, গত ২০ নভেম্বর ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৩ ডিসেম্বর ফরিদগঞ্জ বিআরডিবির নির্বাচন অনুষ্ঠিত হবে।
প্রতিবেদক: শিমুল হাছান,
১৫ ডিসেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur