দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ করা হবে। তবে এর আগে কেউ নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবেন না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ইসি সচিব জাহাংগীর আলম তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘এটা নির্বাচনী আইন ও আচরণবিধিতে আছে। নির্বাচনের ২১ দিন আগে থেকে নির্বাচনী প্রচারণা শুরু হবে। চলবে ৫ জানুয়ারি পর্যন্ত।’
ভোটকেন্দ্রে ব্যালট পাঠানো নিয়ে ইসি সচিব বলেন, ‘প্রতীক বরাদ্দের পর ব্যালট প্রস্তুত করা হবে। নির্বাচনের তিন-চার দিন আগে সেগুলো জেলায় জেলায় পাঠানো হবে। এরপর কবে কেন্দ্রে পাঠানো হবে সে ব্যাপারে পরে সিদ্ধান্ত হবে।’
আগামী জাতীয় নির্বাচনে কোনো জনপ্রতিনিধি অংশ নিতে চাইলে তাকে আগে পদত্যাগ করতে হবে বলেও জানান ইসি সচিব জাহাংগীর আলম।
টাইমস ডেস্ক/ ১৬ নভেম্বর ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur