প্রতীক পেলেন কুমিল্লার মেয়র প্রার্থীরা

প্রতীক বরাদ্দ পেয়েছেন কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়র প্রার্থীরা। শুক্রবার সকাল ১০ টায় কুমিল্লা নগরীর শিল্পকলা একাডেমিতে ৫ মেয়রপ্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী প্রার্থীদের মাঝে আনুষ্ঠানিক এ প্রতীক বরাদ্দ দেন। 

আওয়ামী লীগ প্রার্থী আরফানুল হক রিফাত নৌকা প্রতীক পেয়েছেন। বিএনপি থেকে বহিষ্কার হওয়া সদ্য সাবেক মেয়র মনিরুল হক সাক্কু পেয়েছেন টেবিল ঘড়ি। বিএনপি থেকে বহিষ্কৃত অপর প্রার্থী নিজাম উদ্দিন কায়সার পেয়েছেন ঘোড়া প্রতীক। ইসলামী আন্দোলনের রাশেদুল ইসলাম পেয়েছেন হাতপাখা। আর স্বতন্ত্র প্রার্থী কামরুল আহসান পেয়েছেন হরিণ। 

এর আগে মেয়রপ্রার্থীরা তাদের নিজ নিজ কর্মী-সমর্থকদের নিয়ে শিল্পকলা একাডেমিতে প্রবেশের চেষ্টা করলে আইনশৃংখলা বাহিনী তাদের প্রবেশ করতে দেয়নি। শুধু প্রার্থীরাই শিল্পকলা একাডেমিতে প্রবেশ করেছেন।

কিছুক্ষণ পর কাউন্সিলর প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। 

কুমিল্লা সিটিতে ভোট হবে ১৫ জুন।

কুমিল্লা প্রতিনিধি, ২৭ মে ২০২২

Share