Home / সারাদেশ / প্রতি জেলায় শিশু হাসপাতাল হবে : স্বাস্থ্যমন্ত্রী
প্রতি জেলায় শিশু হাসপাতাল হবে : স্বাস্থ্যমন্ত্রী

প্রতি জেলায় শিশু হাসপাতাল হবে : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন,‘প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী পর্যায়ক্রমে দেশের প্রতিটি জেলায় শিশু হাসপাতাল স্থাপন করা হবে।’

শনিবার (৫ আগস্ট) শেরেবাংলা নগরের শিশু হাসপাতালে ছয় থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর উদ্বোধনকালে তিনি এ ঘোষণা দেন।

মোহাম্মদ নাসিম বলেন,‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দ্রুততম সময়ের মধ্যে বিশেষ বিসিএস এর মাধ্যমে ১০ হাজার চিকিৎসক নিয়োগ দেয়ার উদ্যোগ নিয়েছে সরকার। প্রথমে ৩ হাজার এবং পরে পর্যায়ক্রমে আরো ৭ হাজার চিকিৎসক নিয়োগ দিয়ে সারা দেশের মাঠ পর্যায়ে চিকিৎসক সংকট নিরসন করা হবে।’

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক,স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব সিরাজুল ইসলাম,স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা.আবুল কালাম আজাদ,পরিবার পরিকল্পনা অধিদফতরের মহাপরিচালক কাজী মোস্তফা সারোয়ার,জাতীয় অধ্যাপক ডা.শায়লা খাতুন প্রমুখ বক্তব্য রাখেন। (ইত্তেফাক)

নিউজ ডেস্ক
আপডেট, বাংলাদেশ সময় ১০:১০ পিএম,৫ আগস্ট ২০১৭,শনিবার
এজি

Leave a Reply