মতলব উত্তরে রংধনু সমাজ সেবা সংগঠনের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে ওটারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেক কাটা, বর্ণাঢ্য শোভাযাত্রা, পুরস্কার বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি মোঃ শাহাদাত হোসেন খানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলার রাজুরকান্দি গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক মোঃ আবুল হাসেম ভুঁইয়া।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক শিক্ষানুরাগী মোঃ আবুল হাসেম ভুঁইয়া বলেন, রংধনু সমাজ সেবা সংগঠন একটি মানব কল্যানমূখী সংগঠন।
মানবতার ডাকে নামক এ সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আমি দীর্ঘ দিন ধরে আমার এলাকার সর্বস্তরের জনগণের সুখে-দুঃখে তাদের সাথে থেকেছি। তাদের কল্যানে কাজ করেছি।
যত দিন বেঁচে থাকবো ততো দিন পর্যন্ত আমি মানুষেষর কল্যানে সমাজের দরিদ্র,অসহায়দের জন্য কাজ করে যাবো ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন,সরকারের পাশাপাশি সমাজের ধনাঢ্য ব্যক্তিরা যদি গরীব ও অসহায় লোকের পাশে দাঁড়ায়, তাহলে মানুষ যেমন উপকৃত হবে তেমনি সমাজ ও দেশ উন্নত হবে।
রংধনু সমাজ সেবা সংগঠনের মানবতার ডাকে সংগঠনের মাধ্যমে বিনামূল্যে রক্তদান কর্মসূচি, গরীব মেধাবী শিক্ষার্থীর পড়াশুনার জন্য বিনামূল্যে শিক্ষা সামগ্রী বিতরণ ও আর্থিক সহায়তা প্রদান এবং গরীবদের প্রতি যে ভালবাসা দেখালেন তা সত্যিই প্রশংসনীয়।
তাদের মতো সকল ধনাঢ্য ব্যক্তিদের এ ধরণের সামাজিক কর্মকান্ডে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
তিনি বলেন,রংধনু সমাজ সেবা সংগঠনের এ মাননবকল্যানময় কার্যত্রমের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আমার পক্ষ থেকে সর্বদা সহযোগিতা অব্যাহত থাকবে। আমি নিজ উদ্যোগে বিভিন্ন ধরনের মানবিক, সামাজিক (সমাজের ভালো) কাজের মধ্য দিয়ে বেঁচে থাকতে চাই।
মানবতার সেবায় নিয়োজিত রংধনু সমাজ সেবা নামক সংগঠনের কার্যকরি পরিষদের সদস্য সাংবাদিক মোঃ কামাল হোসেন খানের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ মোখলেছুর রহমান জনি, ওটারচর সপ্রাবি এর প্রধান শিক্ষক মোঃ আশিকুজ্জামান, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজুরকান্দি সপ্রাবি এর ম্যানেজিং কমিটির সভাপতি সৌদি প্রবাসী মোঃ শাহ আলম লস্কর, ওটারচর সপ্রাবি এর ম্যানেজিং কমিটির সভাপতি সমাজ সেবক আব্দুল হক মোল্লা, বিশিষ্ট সমাজ সেবক (রাজুরকান্দি) মোঃ রেহান উদ্দিন, মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক মোঃ নূরে আলম প্রধান,রংধনু সমাজ সেবা সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ হারুন-অর-রশিদ, কোষাধ্যক্ষ মোঃ ফরহাদ হোসেন দর্জি,সাংগঠনিক সম্পাদক মোঃ কাইয়ুম মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মোঃ কাউছার প্রমূখ।
এসময় রংধনু সমাজ সেবা সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে রংধনু সমাজ সেবা সংগঠনের পক্ষ থেকে এক এতিম ও অসহায় শিক্ষার্থীর পড়াশুনার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়।
প্রতিবেদক : খান মোহাম্মদ কামাল, ১০ জানুয়ারি ২০২০