চাঁদপুরের মতলবের বহুল প্রচারিত সাপ্তাহিক দিবাকন্ঠ পত্রিকার ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ১০ জুলাই সকাল ১০টায় শিক্ষা প্রতিষ্ঠানের আঙ্গীনায় ফলজ বৃক্ষ রোপণ ও বিতরণের মাধ্যমে পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
স্বাস্থ্যবিধি মেনে মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের আঙ্গিনায় পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক রোটা.শ্যামল চন্দ্র দাসের সভাপতিত্বে বৃক্ষরোপণ ও বিতরণে উপস্থিত ছিলেন স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের মতলব থানা শাখার আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মো.নুরুল ইসলাম নুরু, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক এমএ আজিজ বাবুল,বাংলাদেশ তৃতীয় শ্রেণির কর্মচারী পরিষদ চাঁদপুর জেলার সাধারন সম্পাদক মো.সুমন মিয়া, পত্রিকার প্রতিনিধি কামাল হোসেন, আশীষ সরকার, নিউজ ডিজাইনার সেলিম প্রধানীয়া।
পরে স্কাউট সদস্যদের মাঝে ফলজ বৃক্ষ ও মাস্ক বিতরণ করা হয়। পত্রিকাটি পাঠকদের অকুন্ঠ ভালোবাসা ও সমর্থন নিয়ে ২০তম বছরে পর্দাপণ করেছে। প্রতিষ্ঠা বার্ষিকীর এ দিনে মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যারা মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং যারা অসুস্থ্ হয়ে আছেন,তাদের আশু সুস্থ্যতা কামনা করা হয়।
করোনা প্রতিরোধে প্রশাসন,আইন শৃঙ্খলা বাহিনী,ডাক্তার, নার্স, জনপ্রতিনিধি ও সাংবাদিকসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এদিকে,পত্রিকা অফিসে শুভেচ্ছা জানাতে আসেন মতলব সূর্যমুখী কচি-কাঁচা মেলার সভাপতি মাকসুদুল হক বাবলু,উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজল ভট্টাচার্য্, উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক চন্দন সাহা, বাদল নন্দী, দৈনিক আলোকিত চাঁদপুরের ভারপ্রাপ্ত সম্পাদক গোলাম সারওয়ার সেলিম, রোটারী ক্লাব অব মতলব এর প্রেসিডেন্ট ইলেক্ট রোটা.রেদওয়ান আহম্মেদ জাকির, মতলব জেবি পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো.আল আমিনসহ পত্রিকার অন্যান্য প্রতিনিধিবৃন্দ।
প্রেস বিজ্ঞপ্তি , ১০ জুলাই ২০২১