Home / উপজেলা সংবাদ / শাহরাস্তি / শাহরাস্তিতে আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে গাছের চারা ও মাস্ক বিতরণ
প্রতিষ্ঠাবার্ষিকী

শাহরাস্তিতে আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে গাছের চারা ও মাস্ক বিতরণ

চাঁদপুরের শাহরাস্তিতে বাংলাদেশ আওয়ামী লীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২৩ জুন বুধবার বিকেলে শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে, থ্রি স্টার কমিউনিটি সেন্টারে স্বাস্থ্যবিধি মেনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে গাছের চারা বিতরণ, মাস্ক বিতরণ ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল ওয়াদুদ মাস্টারের সভাপতিত্বে ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য মাহবুব আলম চৌধুরীর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সদস্য, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান মিন্টু। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ বিল্লাল হোসেন তুষার, দপ্তর সম্পাদক মোঃ শফিউল আজাম শপন, মেহের দক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আক্তারুজ্জামান মেম্বার, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোঃ রুহুল আমিন, উপজেলা আওয়ামী লীগের সহ- দপ্তর সম্পাদক মোঃ শাহাদাত হোসেন সাদু, সাবেক ছাত্রনেতা মোঃ ফারুক হোসেন, মোঃ হুমায়ুন কবির হিরু, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি কাদের বাবু, সাবেক ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম রকি, পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ন সম্পাদক মোঃ আলমগীর হায়দারসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে প্রয়াত আওয়ামী লীগ নেতৃবৃন্দের মাগফিরাত কামনা করে, দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া করা হয়। দোয়া শেষে গাছের চারা বিতরণ, মাক্স বিতরণের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়।

প্রতিবেদক: মোঃ জামাল হোসেন