চাঁদপুর: ছাত্র মজলিসের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সম্প্রতি জেলা কার্যালয়ে একটি আলোচনা মূলক সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস চাঁদপুর জেলা সভাপতি তোফায়েল আহমেদ, যারা তাদের অভিজ্ঞতা ও দিকনির্দেশনা দিয়ে শিক্ষার্থীদের উৎসাহিত করেন।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামি ছাত্র মজলিস চাঁদপুর শহর শাখার সেক্রেটারি রাফিউর রহমান।
উদ্ভোধনী বক্তব্য দেন রাফিউর রহমানG কুরআন তেলাওয়াত করেন মো ফারদিন (কর্মী, শহীদ আরমান শাখা)।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: মাও রফিকুল ইসলাম, সেক্রেটারি, খেলাফত মজলিস চাঁদপুর শহর শাখা। মাও মাহমুদুল হাসান, বায়তুলমাল সম্পাদক, বাংলাদেশ ইসলামি ছাত্র মজলিস চাঁদপুর জেলা। মাও এস এম সুলতান আহমেদ, সাবেক সভাপতি, বাংলাদেশ ইসলামি ছাত্র মজলিস চাঁদপুর জেলা। মাও আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক, খেলাফত মজলিস চাঁদপুর জেলা। সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন আব্দুল্লাহ আল সিয়াম, সভাপতি, বাংলাদেশ ইসলামি ছাত্র মজলিস চাঁদপুর জেলা। প্রধান অতিথির বক্তব্য দেন জননেতা তোফায়েল আহমেদ, সাবেক সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ ইসলামি ছাত্র মজলিস।
সভায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা দুনিয়া ও আখেরাতের সমন্বয়, জ্ঞান, নৈতিকতা ও সামাজিক দায়িত্ববোধ বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন। তোফায়েল আহমেদ বলেন,
“ছাত্ররা কেবল শিক্ষার্থী নয়, সমাজের পরিবর্তনকর্তা। তাদের শিক্ষা,দক্ষতা ও নৈতিক জীবনই আগামী প্রজন্মের ভিত্তি হবে। দুনিয়া ও আখেরাতের ভারসাম্য নিশ্চিত করতে হলে জ্ঞান, চরিত্র ও হিদায়াতের সমান গুরুত্ব থাকতে হবে।”
সভায় শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে প্রশ্ন ও অভিজ্ঞতা শেয়ার করেন এবং আলোচনায় উঠে আসে ইসলামী আদর্শ ও আধুনিক শিক্ষার সমন্বয় কিভাবে সম্ভব।
সভা শেষে জেলা সভাপতি ছাত্রদের উৎসাহিত করে বলেন,
“ছাত্রজীবনের প্রতিটি মুহূর্তই গুরুত্বপূর্ণ। শিক্ষার সঙ্গে ইসলামী নৈতিকতা ও আধ্যাত্মিক চেতনাকে সমন্বয় করে জীবন গঠন করতে হবে। একমাত্র শিক্ষিত ও নৈতিক সমাজই ভবিষ্যত প্রজন্মকে সঠিক পথে পরিচালনা করতে পারবে।”
এছাড়াও সভায় ছাত্র মজলিসের বিভিন্ন কার্যক্রম ও সামাজিক সেবামূলক উদ্যোগ সম্পর্কে পরিকল্পনা উপস্থাপন করা হয় এবং শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মসূচি চালুর প্রতিশ্রুতি দেওয়া হয়।
২৩ জানুয়ারি ২০২৬
এ জি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur