‘দুর্নীতি, সন্ত্রাস, মাদক, ক্ষুধা ও দারিদ্রমুক্ত দেশ গড়ার অঙ্গিকার’ এ শ্লোগানকে ধারণ করে, চাঁদপুরে লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি,র) ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৬ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় চাঁদপুর বাস স্ট্যান্ড ফয়সাল শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় বৈশাখী চাইনিজ রেষ্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে চাঁদপুর জেলা শাখার আয়োজনে এ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
আয়োজিত অনুষ্ঠানে সভাপ্রধানের বক্তব্য রাখেন,লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি চাঁদপুর জেলা শাখার সভাপতি মোঃ মঞ্জুর হোসেন খান।
জেলা শাখার সাধারণ সম্পাদক ফজলুল কাদের চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন, সহ-সভাপতি মোঃ কামাল হোসেন, ফরিদগঞ্জ উপজেলার সভাপতি অধ্যাপক মোহাম্মদ মহিউদ্দিন, সহ সভাপতি প্রভাষক মোঃ সাইফুদ্দিন, আইন বিষয়ক সম্পাদক রহমত আলী রিপন।
এছাড়াও হাজীগঞ্জ-শাহরাস্তি হাইমচর, মতলব উত্তর, মতলব দক্ষিণ, কচুয়া ও ফরিদগঞ্জ সহ ৮ উপজেলার ও ৭ পৌরসভার আহবায়ক ও সদস্য সচিব গন সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সভাপতির বক্তব্যে মোঃ মঞ্জুর হোসেন খান বলেন,‘বর্তমানে দেশে বিরাজমান রাজনৈতিক চর্চার ব্যর্থতার কারণে সাধারণ মানুষ আজ বিপাকে। নিত্যপ্রয়ােজনীয় দ্রব্যমূল্য উর্ধগতির কারনে আজ নিত্যপ্রয়ােজনীয় দ্রব্য দেশের হতদরিদ্র মানুষের ক্রয় ক্ষমতার নাগালের বাহিরে। তা নিয়ে সরকার এর মন্ত্রী, এমপিরা দেশের সাধারণ মানুষের সাথে মস্কারা করে ভাত কম খাওয়ার পরামর্শ দেন। সম্প্রতি দেশে সাম্প্রদায়িক প্রতি হিংসার দাবানলে হিন্দু সম্প্রদায়ের লােক কেন বলির পাঠা হবে। তারাও স্বাধীন বাংলাদেশের নাগরিক, স্বাধীনভাবে বাঁচার অধিকার আছে তাদেরও। আমি ব্যক্তিগত ভাবে মনে করি, এখানে বাংলাদেশের রাজনৈতকি দলগুলাে ও সরকারের ব্যর্থতার দায় কেউ এড়িয়ে যেতে পারবে না। তাই আসুন সকলে মিলেমিশে লাল সবুজের পতাকার সম্মান রক্ষা করি । শুধুমাত্র সময়ের দাবী দেশে একটি জাতীয় সরকারের প্রয়ােজন, সেখানে সকল রাজনৈতিক দলগুলাে দেশপরিচালনা করবে। দেশ ও জনগনের স্বার্থ নিয়ে ভাবনা করবে। তাই জাতি ফিরে পাবে ভােটের অধিকার, বাক স্বাধীনতা, গনতন্ত্রের অধিকার। বিগত দিন থেকে যে সরকারই ক্ষমতায় আসে মুখে মুখে গনতন্ত্রের কথা বললেও বাস্তবে এক নায়কতন্ত্র হিসেবে দেশ পরিচালনা করেন। সাধারণ জনগনের কাছে আইন প্রয়ােগকারী সংস্থার সদস্যদের দোষারােপ করে রাখে।’
তিনি আরো বলেন, তাই আসুন আমরা সবাই মিলে একটি জাতীয় সরকার এর রুপরেখা সৃষ্টি করে দেশে সাধারণ জনগনের ভােটের অধিকার ফিরিয়ে দেওয়ার চেষ্টা করি।
পরিশেষে এলডিপি’র সকল নেতাকর্মীর সুস্বাস্থ্য কামনা করি এবং সংগঠনের সমৃদ্ধ কামনা করি।
প্রতিবেদক: কবির হোসেন মিজি, ২৬ অক্টোবর ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur