প্রাচীনতম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার (৪ জানুয়ারি) র্যালি করেছে জেলা ছাত্রলীগ। দুপুর সাড়ে ১২টায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
আনন্দ র্যালি পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ সভাপতি ও মেয়র নাছির উদ্দিন আহমদ।
তিনি বলেন, আমরা যারা আওয়ামীলীগ করি সকলেই বঙ্গবন্ধুর আর্দশে বিশ্বসী। ১৯৪৮ সালে বঙ্গবন্ধুর হাতে গড়া সংঘঠন ছাত্রলীগ। আমাদের রাজনীতির মূল উদ্দেশ্য বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন প্রতিষ্ঠা করা।’;
তিনি আরো বলেন, ছাত্রলীগ নেতৃবৃন্দের কাজ হল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ আর ন্যায়ের পক্ষে থাকা। নিজেদের মধ্যে কোন ধরনের বিবেধ সৃষ্টি করা যাবে না। ছাত্র সমাজকে সু-সংগঠিত করলে বঙ্গবন্ধুর স্বপ্ন প্রতিষ্ঠা হবে। সারা বাংলাদেশের মধ্যে চাঁদপুর জেলা ছাত্রলীগ হবে মডেল।
জেলা ছাত্রলীগের সভাপতি আতাউর রহমান পারভেজের সভাপতিত্ত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারী।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পারভেজ করিম বাবুর পরিচালনায় চাঁদপুর জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য শাহির হোসেন পাটওয়ারী, এড. জসিম উদ্দিন পাটওয়ারী, পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি নূরুল ইসলাম নূরু, জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান ভূঁইয়া কালু, বাগাদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব বেলায়েত হোসেন গাজী বিল্লাল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মো. মোতালেব, কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য জান্নাতুল বাকী উপম, নবাগত জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি তৌহিদুল ইসলাম মিলন, যুগ্ম-সাধারণ সম্পাদক হাসিবুল হাসান মুন্না, জহির মিয়াজী, শহর ছাত্রলীগের সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রবিন, সদর উপজেলা ছাত্রলীগ সভাপতি এ বি এম রেজওয়ান, সাধারণ সম্পাদক নাছির গাজী, চাঁসক ছাত্রলীগ সভাপতি আবু বকরসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে চাঁদপুর সরকারি কলেজ মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে ৬৯তম প্রতিষ্ঠাবার্ষির্কীর কেক কাটেন নেতৃবৃন্দ।
প্রতিবেদক- মাজহারুল ইসলাম অনিক
: আপডেট, বাংলাদেশ সম ৭: ৩০ পিএম, ৪ জানুয়ারি ২০১৭, সোমবার
ডিএইচ