স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুর পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিশাল র্যালি অনুষ্ঠিত হয়েছে। ১৯ আগস্ট মঙ্গলবার বিকেলে পৌর এলাকার ১৫টি ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতা-কর্মীরা পৌর ঈদগাঁ মাঠে সমবেত হন।
পরে বিকেল সাড়ে ৪টায় পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সফিউদ্দিন বাবলু ও সদস্য সচিব মনির হোসেন মুন্নার নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিটি জেলা বিএনপির কার্যালয়ে গিয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের কর্মসূচিতে যোগ দেয়।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. কাউছার হামিদ, যুগ্ম আহ্বায়ক হুমায়ন আহমেদ কাউছার, নয়ন খান, রাজিব দাস, সাহাদাত হোসেন রুবেল, রাশেদ মাঝি, মো. রফিক, মো. হাবিব, আবু জাফর খানসহ পৌর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ ও পৌর এলাকার ১৫টি ওয়ার্ডের শতশত নেতা-কর্মী।
প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে শহরজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক/ ১৯ আগস্ট ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur