Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জে ৫টি প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা
প্রতিষ্ঠানকে

ফরিদগঞ্জে ৫টি প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা

চাঁদপুরের ফরিদগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও যৌথ বাহিনীর অভিযানে ৫টি প্রতিষ্ঠানকে মোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ৭ জানুয়ারি বুধবার উপজেলার চান্দ্রা বাজার এলাকায় এই অভিযান চালানো হয়।

জরিমানার আদেশ দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান‌। চাঁদপুর টাইমসকে তিনি জানান, অভিযান চলাকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন–২০০৯ অনুযায়ী উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া খাদ্যপণ্য তৈরির দায়ে চিটাগাং বেকারিকে ২০ হাজার টাকা ও স্বাদ বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রির অপরাধে আদর্শ ফার্মেসিকে ৩০ হাজার টাকা, শাহা মেডিকেল হলকে ২০ হাজার টাকা এবং বেঙ্গল মেডিকেল হলকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

আব্দুল্লাহ আল ইমরান‌ আরও জানান, জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো পরিশোধ করে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকার করে। অভিযানকালে অন্যান্য প্রতিষ্ঠান পরিদর্শনের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতে লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। এসময় জেলা স্যানেটারি ইন্সপেক্টর মো. নজরুল ইসলাম ও যৌথ বাহিনীর একটি দল অভিযানে সহায়তা করে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

প্রতিবেদক: আশিক বিন রহিম/
৭ জানুয়ারি ২০২৬