চাঁদপুরের কচুয়ায় অভিযান পরিচালনা করে ৮টি প্রতিষ্ঠানকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দুপুরে কচুয়া বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয় এবং যৌথ বাহিনী সমন্বিতভাবে এ অভিযান পরিচালনা করে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এই জরিমানার আদেশ দেন। অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো তাৎক্ষণিকভাবে স্বেচ্ছায় জরিমানা পরিশোধ করে এবং ভবিষ্যতে অনিয়ম না করার অঙ্গীকার করে।
তিনি জানান, অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ লঙ্ঘনের দায়ে রয়েল বেকারিকে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ তারিখ ছাড়া খাদ্য দ্রব্য প্রস্তুতের অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ডেঙ্গু পরীক্ষা করার অপরাধে কচুয়া সিটি হসপিটাল অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার এবং একই অপরাধে কচুয়া টাওয়ার অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির অপরাধে কচুয়া টাওয়ার ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ফ্রিজে বাসি খাবার রাখা, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের কারণে তিপ্তি মিনি চাইনিজ রেস্টুরেন্টকে ২০ হাজার, হোটেল নিউ সাদিয়াকে ১০ হাজার, জনতা বনফুল হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ১০ হাজার এবং নিউ জাহাঙ্গীর হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানের পাশাপাশি অন্যান্য প্রতিষ্ঠান পরিদর্শন, জনসচেতনতা বৃদ্ধি এবং ভোক্তা অধিকার লঙ্ঘন প্রতিরোধে লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। সার্বিক সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. নজরুল ইসলাম, কচুয়া উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর মো. আহসান উল্লাহ তালুকদার এবং যৌথ বাহিনীর একটি টিম। সংস্থাটি জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।
প্রতিবেদক: শরীফুল ইসলাম,
১১ ডিসেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur