Home / উপজেলা সংবাদ / কচুয়া / প্রতিরোধ নয় সম্মিলিতভাবে প্রতিহত করা হবে : মোশাররফ হোসেন মিয়াজী
প্রতিরোধ

প্রতিরোধ নয় সম্মিলিতভাবে প্রতিহত করা হবে : মোশাররফ হোসেন মিয়াজী

চাঁদপুরের কচুয়া পৌরসভা ও ৮নং কাদলা ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছেন জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও উপজেলা বিএনপি’র প্রধান সমন্বয়ক মোহাম্মদ মোশাররফ হোসেন মিয়াজী।

রোববার বিকেলে উপজেলা বিএনপি’র সদস্য মো. কামরুল হাসান ভূঁইয়ার চাংপুর গ্রামস্থ বাসভবনে কাদলা ইউনিয়ন বিএনপি’র জনসভা উপলক্ষে প্রথমে কাদলা ইউনিয়ন বিএনপি’র নেতাকর্মীদের সাথে মতবিনিময় এবং পরবর্তীতে উপজেলা ও পৌর বিএনপি’র নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন তিনি। মতবিনিময়কালে মোহাম্মদ মোশাররফ হোসেন মিয়াজী বলেন, আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে রাজনীতি করি। কারো হুমকি ধমকিকে ভয় করিনা। যেকোনো সময়ের চেয়ে কচুয়া উপজেলা বিএনপি ঐক্যবদ্ধ ও শক্তিশালি। যারা আমাদের দুর্বল ভেবে অহেতুক হয়রানির চেষ্টা করবে। তাদের প্রতিরোধ নয় সম্মিলিত ভাবে প্রতিহত করা হবে। এসময় তিনি সকল ভেদাভেদ ভুলে এক ও অভিন্ন হয়ে দলকে শক্তিশালি করতে নেতাকর্মীদের আহবান জানান।

এসময় কচুয়া উপজেলা বিএনপি’র আহবায়ক ও সাবেক পৌর মেয়র মো. হুমায়ুন কবির প্রধান, সদস্য সচিব মঞ্জুর আহমেদ সেলিম, যুগ্ন আহবায়ক গাজী শাহজাহান সিরাজ, উপজেলা বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক মকবুল হোসেন মিয়াজী, চাঁদপুর জেলা বিএনপি’র সদস্য ইঞ্জিনিয়ার মো. শাহাজান মজুমদার, এডভোকেট মোস্তাক আহমেদ, উপজেলা যুবদলের আহবায়ক মো. মহিউদ্দিন মজুমদার, সিনিয়র যুগ্ন আহবায়ক মিজানুর রহমান স্বপন, উপজেলা যুবদলের সদস্য মো. কামাল মিয়া, উপজেলা ওলামাদলের সাধারন সম্পাদক মো. সাইফুল মিজান, কচুয়া পৌর বিএনপি’র আহবায়ক হাবিব উল্লাহ হাবিব, সদস্য সচিব আমান উল্লাহ আমান, যুগ্ন আহবায়ক এনামুল হক, কাদলা ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক খোরশেদ আলম মজুমদার, বিতারা ইউনিয়ন বিএনপি’র শহীদ উল্লাহ ভূঁইয়া, সাচার ইউনিয়ন যুবদলের আহবায়ক আব্দুর রাজ্জাক, বিতারা ইউনিয়ন যুবদলের আহবায়ক শেখ ফরিদ মিঞা, সিনিয়র যুগ্ন আহবায়ক গাজী মিয়া, সদস্য সচিব মোস্তফা কামাল, উপজেলা ছাত্রদলের সভাপতি মোস্তফা কামাল প্রধান, সাধারন সম্পাদক গাজী আব্দুর রশিদ, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সহ-সভাপতি মহসীন প্রধান, বিতারা ইউনিয়ন যুবদলের সভাপতি প্রত্যাশী আক্তার হোসেন ব্যাপারীসহ ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৬ অক্টোবর ২০২৪