ড. শামসুল আলম পরিকল্পনা প্রতিমন্ত্রী হওয়ায় অভিনন্দন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) ও (সিনিয়র সচিব) ড. শামসুল আলম পরিকল্পনা প্রতিমন্ত্রী নির্বাচিত হওয়ায় তথ্য প্রযুক্তি ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপ-কমিটির সদস্য লায়ন মোঃ সারোয়ার মামুন চৌধুরী আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

লায়ন মো. সারোয়ার মামুন চৌধুরী বলেন, একুশে পদকপ্রাপ্ত দেশ বরেন্য অর্থনীতিবিদ, চাঁদপুরের মতলবের গর্ব অধ্যাপক ড. শামসুল আলম পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে নিযুক্ত করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি।

চাঁদপুর তথা বৃহত্তম মতলব বাসীর পক্ষে আমি তাঁর জীবনের সব ক্ষেত্রে মঙ্গল ও সফলতা এবং সার্বিক সুস্থতা কামনা করছি।

প্রতিবেদকঃ জিসান আহমেদ নান্নু

Share