শিক্ষার্থীদের প্রতিভা খুঁজে বের করতে হবে : জেলা প্রশাসক

চাঁদপুর জেলা সদরের স্বনামধন্য বিদ্যাপীঠ দ্বারকানাথ (ডি এন) হাই স্কুলের ‘ শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশকল্পে আলোচনা সভা ও প্রকাশনা উৎসব’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিতে গিয়ে চাঁদপুরের মান্যবর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন শিক্ষক-শিক্ষার্থ ও অভিভাবকদের উদ্দেশ্য বলেন,‘ পড়াশুনার পাশাপাশি শিক্ষার্থীদের প্রতিভা খুঁজে বের করতে হবে। জলবায়ূ নিয়ে দেয়ালিকায় যারা লিখেছে-তাদের লুকায়িত প্রতিভা বের হয়ে আসছে। সমাজের অনেক বিষয় আছে-যা আগামিতে লিখতে প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে। শিক্ষার্থীরা পড়াশুনার পাশাপাশি সমাজ ও রাষ্ট্র গঠনে যে শিক্ষা পেয়ে থাকে-তা তাদের স্কুল থেকেই পেয়ে থাকে। ’

চাঁদপুর জেলা সদরের স্বনামধন্য বিদ্যাপীঠ দ্বারকানাথ (ডি এন) হাই স্কুলের ‘ শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশকল্পে আলোচনা সভা ও প্রকাশনা উৎসব’ অনুষ্ঠানে রোববার ৩ আগস্ট বেলা ১২ টায় স্কুল মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিতে গিয়ে তিনি উপরোক্ত কথা বলেন।

অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ও স্কুল কমিটির সভাপতি মো.এরশাদ উদ্দিন এতে সভাপতিত্ব করেন্। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ,দাতা সদস্য ডা.মোবারক হোসেন চৌধুরী, আলোচক হিসেবে কবি ও শিক্ষক ম.নুরে আলম পাটওয়ারী এবং কবি ও সাহিত্য সংগঠক নুরুন্নাহার মুন্নী ও ছাত্রদের পক্ষে আহমেদ নোহান বক্তব্য রাখেন।

প্রধানশিক্ষক মোহাম্মদ হোসেন পাটওয়ারী শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশকল্পে আলোচনা সভা ও প্রকাশনা উৎসবে স্বাগত বক্তব্য দেন। পবিত্র কোরআন থেকে তেরাযেত করেন-তানবীর কোতওয়াল ও গীতা পাঠ করেন অর্নব ঢালী।

অনুষ্ঠানে দ্বারকানাথ (ডি এন) হাই স্কুল কর্তৃক স্মারকগ্রন্থ ‘প্রজ্ঞা মঞ্জরী’র মোড়ক উম্মোচন করেন মান্যবর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

অবশেষে চিত্রাংকন ও দেয়ালিকা প্রকাশের সম্পৃক্তদের বিশেষ উপহার প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে স্কুলের সকল শিক্ষক,ম্যানেজিং কমিটির সদস্য, অভিভাবক ও সকল শ্রেণির ছাত্রগণ উপস্থিত ছিলেন।

আবদুল গনি
৩ আগস্ট ২০২৫