নীলকমলে শিক্ষামন্ত্রীকে নিয়ে মিথ্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ

হাইমচরের নীলকমল ইউনিয়নের ঈশানবালায় নব-নির্বাচিত চেয়ারম্যান সউদ আল নাসেরর নেতৃত্বে চাঁদপুর-হাইমচর আসনের এমপি ও শিক্ষামন্ত্রী ডা.দীপু মনিকে নিয়ে মিথ্যাচারের বিরুদ্ধে এক প্রতিবাদ সভা ২৭ জানুয়ারি বৃহস্পতিবার বিকাল তিনটায় অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন ঈশানবালার ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ডা.জয়দল হোসেন এবং প্রতিবাদ সভা পরিচালনা করেন ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল আমিন হাওলাদার।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নীলকমল ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান সউদ আল নাসের, আবুল হোসেন সরদার,স্বপন মেম্বার, রিপন সর্দার, ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি মর্জিনা বেগম, জাফর খান, মান্না মাল, দাদন সর্দার ও রতন সর্দার সহ অন্যান্য আওয়ামী লীগ ও যুবলীগ নেতৃবৃন্দ।

বক্তাগণ চাঁদপুর-হাইমচর আসনের এমপি ও শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি কে নিয়ে মিথ্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ সভায় ১৩ বছরের রাজনৈতিক জীবনে এ অঞ্চলের তথা নীলকমলের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের ওপর বক্তব্য রাখতে গিয়ে বলেন,ডা.দীপু মনি চরাঞ্চলের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে রাস্তাঘাট নির্মাণ,বিদ্যুৎ সংযোগ,চাঁদপুরের দীর্ঘদিনের দাবির ফলে নদীর স্থায়ী বাঁধ দিয়ে হাইমচরবাসীকে রক্ষা,ঈশানবালার রাস্তাঘাটের উন্নয়ন,আশ্রায়ন প্রকল্প বাস্তবায়ন, শীতবস্ত্র বিতরণ ও ঈশানবালার শিক্ষার উন্নয়নে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পন্ন করেছেন। এর আগে যে সকল রাজনীতিবিদ এসেছেন তারা শুধু মাত্র কথাই বলেছেন উন্নয়নের কোনো উদাহরণ রেখে গেছেন বলে প্রমাণ নেই।

পাশাপাশি ঈশানবালাকে নদীভাঙ্গনের হাত থেকে রক্ষা করার জন্যে চাঁদপুর-হাইমচর আসনের এমপি ও শিক্ষামন্ত্রী ডা.দীপু মনির প্রতি বক্তাগণ দাবি জানান।

সিনিয়র করেসপন্ডেট , ২৭ জানুয়ারি ২০২২
এজি

Share