প্রতিবন্ধী শিক্ষার্থীদের সাহায্যে বিত্তবানরা এগিয়ে আসতে পারেন:ডিসি

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন চাঁদপুর শহরের ঘোলঘরস্থ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ১ জুন রোববার দুপুর ১টায় চাঁদপুর প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভা চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতির বক্তব্যে চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, চাঁদপুরের প্রতিবন্ধী শিক্ষার্থীদের সাহায্যে সমাজের বিত্তবানরা এগিয়ে আসতে পারেন। চাঁদপুরের প্রবাসীরাও সহযোগিতায় এগিয়ে আসতে পারেন। অত্র বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের জন্য সমাজের দানশীল ধনার্ঢ্য ব্যক্তিরা ১৫ শতাংশ ভূমি দান করতে পারেন।সেখানে আমি সরকারিভাবে ১০ লাখ টাকা বরাদ্ধ দিবো স্কুলের জন্য ভবন করার জন্য।
চাঁদপুরের বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের জন্য সরকারের তরফ থেকে সবধরনের সহযোগিতা করবো। আপনারা যারা প্রতিবন্ধীদের নিয়ে কাজ করেন তারা সমাজের আলোকিত মানুষ। বিদ্যালয়ের জন্য কিছু ফান্ড তৈরি করেন। অনেক দানশীল ব্যক্তি আছে, তারা সহযোগিতা করবে।

তিনি বলেন, বিদ্যালয়ের জন্য চাঁদপুর পৌর এলাকার বাহিরে জমি দেখেন, আমি আমার তরফ থেকে সহযোগিতা করবো। এছাড়া বিদ্যালয়ের উন্নয়নে আমার সহযোগিতা থাকবে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা প্রতিমা রানী ভৌমিক এর পরিচালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য চাঁদপুর প্রেসক্লাব এর সিনিয়র সহ-সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, চাঁদপুর জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সুমন নন্দী, বিদ্যালয়ের পরিচালনা কমিটির প্রতিষ্ঠাতা সদস্য ও চাঁদপুর সরকারি কলেজের প্রাক্তন উপাধ্যক্ষ মো: ইসমাইল তপাদার কাঞ্চন, চাঁদপুর জেলা শিক্ষা অফিসারের প্রতিনিধি জেলা শিক্ষা অফিসের পরিদর্শক সুমন খান, চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের প্রতিনিধি সহকারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোসাদ্দেক, চাঁদপুর জেলা স্যানিটারী ইন্সপেক্টর মো: নজরুল ইসলাম, সদস্য বীর মুক্তিযোদ্ধা মো: মজিবুর রহমান, বিদ্যালয়ের অভিভাবক সদস্য মো. তাজুল ইসলাম মজুমদার, সহকারি শিক্ষক মো: মোরশেদ আলম খান প্রমুখ।

সভা শেষ বিদ্যালয়ের পক্ষ থেকে বিদ্যালয়ের সভাপতি চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিনকে ৪৬তম বার্ষিক প্রতিবেদন বই তুলে দেন গভর্নিং বডির সদস্যবৃন্দ ও বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাসহ অন্যান্য সদস্যবৃন্দগণ।

এছাড়াও সভায় বিদ্যালয়ের জনবল সংকট সমাধানের জন্য বিধি মোতাবেক সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে নিয়োগের ব্যবস্থা নেওয়া, বিদ্যালয়ে অবসরপ্রাপ্ত শিক্ষিকা বিচিত্রা সাহার স্থলে খন্ডকালীন শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া, বিদ্যালয়ের জন্য পৌর এলাকা ও পৌর এলাকার বাইরে নতুন করে ভূমি বরাদ্ধের জন্য চেষ্টা অব্যাহত রাখাসহ বিভিন্ন গুরুত্বপূর্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহন এবং অনুমোদন করা হয়।

স্টাফ রির্পোটার, ১ জুন ২০২৫