Home / উপজেলা সংবাদ / হাজীগঞ্জ / হাজীগঞ্জ বালুরঘাটে পরিচয়হীন প্রতিবন্ধী নারীর মানবেতর জীবনযাপন
হাজীগঞ্জ বালুরঘাটে পরিচয়হীন প্রতিবন্ধী নারীর মানবেতর জীবনযাপন

হাজীগঞ্জ বালুরঘাটে পরিচয়হীন প্রতিবন্ধী নারীর মানবেতর জীবনযাপন

বাকপ্রতিবন্ধী পরিচয়হীন এক নারীর মানবেতর জীবনযাপন করছে হাজীগঞ্জ বালুর ঘাট এলাকায়। এলাকার স্থানীয়রা গত তিন বছর ধরে তাকে বুবি হিসেবে ডাকে।

কিন্তু কই থেকে এসেছে কোথায় তার বাড়ি নাম পরিচয় কিছুই বলতে পারছে না। বর্তমানে বালুরঘাট এলাকার স’মিলের মালিক বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব সফিকুর রহমানের নিজস্ব তত্ত্বাবধানে রয়েছেন।

বধির এ নারীকে ছোট একটি টং ঘর তৈরি করে দেয়, সেখানে মানবতর জীবনযাপন করে আসছে বধির এই নারী।

এ বিষয়ে ব্যবসায়ী সফিকুর রহমান বলেন, গত ৩ বছর পূর্বে আমার স’মিলের পাশে বসে থাকতে দেখে জিজ্ঞাসাবাদ করলে সে কোন কিছু বলতে পারছে না। পরে আমিসহ এখানকার স্থানীয়দের সহযোগিতায় পরিত্যাক্ত বাড়ির এক কোনে ছোট চাউনি গড়ে তুলে দেই, সেখানে এ ভুবি বসবাস করে আসছে। তবে কারও কোন ক্ষতি কিংবা চুরি বা খারাপ কোন মতলব চোখে পড়েনি।

এর আগেও পত্র-পত্রিকাসহ বিভিন্ন অনলাইন ফেইসবুকে বোবা এ নারীর ছবি প্রচার হলেও এর কোন সন্ধান পাওয়া যায়নি।

জহিরুল ইসলাম জয়, হাজীগঞ্জ
: আপডেট, বাংলাদেশ সময় ৯ :১৫ এএম, ৯ জানুয়ারি ২০১৮, মঙ্গলবার
এইউ