Sunday, 31 May, 2015 12:25:19 PM
কুমিল্লা করেসপন্ডেন্ট:
কুমিল্লার বরুড়া উপজেলার জানোরা গ্রামে মানসিক প্রতিবন্ধী ছেলেকে কুপিয়ে হত্যা করেছেন মা জাহানারা বেগম (৫২)। রোববার ভোরে এ ঘটনা ঘটে। জসিম উদ্দিন জানোরা গ্রামের মৃত আবদুল মালেকের ছেলে।
স্থানীয় সূত্র জানান, জসিম উদ্দিন একজন মানসিক প্রতিবন্ধী ছিলেন। তিনি কিছুদিন সুস্থ থাকতেন আবার কিছুদিন পাগলের ন্যায় আচরণ করতেন। তিনি মাকে খুব জ্বালাতন করতেন।
শনিবার বিকেল থেকে তাকে দড়ি দিয়ে বেধেঁ রাখা হয়েছিল। রোববার ভোররাতে মা জাহানারা বেগম দা দিয়ে কুপিয়ে তার ছেলেকে হত্যা করে।
পরে স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে এসে ঘাতক মাকে দড়ি দিয়ে বেঁধে রেখেছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন মৃধা চাঁদপুর টাইমসকে জানান, ঘটনটি শুনেছি, পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে।
চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ডিএইচ/২০১৫
নিয়মিত ফেসবুকে নিউজ পেতে ক্লিক লাইক দিন : www.facebook.com/chandpurtimesonline/likes
চাঁদপুর টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur