ফরিদগঞ্জের প্রতিবন্ধী কৃষক বিল্লাল হোসেন গাজীর পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা প্রশাসন। ১১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ১০টায় তাকে বিভিন্নভাবে সহযোগিতা করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
এসময় তাকে নগদ ২০ হাজার টাকা, সমাজসেবা অধিদফতরের তরফ থেকে প্রতিবন্ধী ভাতার ব্যবস্থা, দগ্ধ সেবার আওতায় নগদ পাঁচ হাজার টাকা ও ২৫ হাজার টাকা ক্ষুদ্রঋণের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও চিকিৎসাসেবা প্রদানের ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ এবং কৃষিকাজে সকল সহায়তা প্রদানের আশ্বাস দেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক জালাল উদ্দীন।
এর আগে ফরিদগঞ্জে জীবন যুদ্ধে হার না মানা প্রতিবন্ধী কৃষক বিল্লাল শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। এছাড়াও বেশ কয়েকটি গণমাধ্যমে তাকে নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছিলো। তারই প্রেক্ষিতে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ তাকে এই সহযোগিতা হাত বাড়িয়ে দেন।
এসময় জেলা প্রশাসক সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বলেন। আপনাদের এমন ভালো প্রতিবেদনের কারনে আমরা অসহায় দরিদ্র মানুষ সম্পর্কে জানতে পারি। আর তাদের সহায়তা দিতে পারি।
এসময় সাভারের বাসিন্দা প্রায় শতবর্ষী অসহায় বৃদ্ধা আফিয়া খাতুনকেও ১০ হাজার টাকা অনুদান দেয়া হয়। তার ভোটার আইডি কার্ড না থাকায় অন্যান্য সহায়তা প্রদান করা যায়নি। তবে দ্রুতই তার বিষয়ে দেখবেন বলে জানান জেলা প্রশাসক অঞ্জনা খান।
প্রতিবন্ধী বিল্লাল হোসেন গাজী ফরিদগঞ্জ বালিধুবা পশ্চিম ইউনিয়নের মদনেরগাঁও গ্রামের বাসিন্দা। ১২ বছর আগে কুষ্ঠরোগে আক্রান্ত হলে তার দুটি পা কেটে পেলতে হয়। তারপর কৃষিকাজ করে সংসারের হাল ধরেন তিনি। প্রতিবন্ধী হলেও কোনো বাধাই তাকে প্রতিহত করতে পারেনি। একাই চালিয়ে গেছেন জীবন সংগ্রাম।
সহায়তা পেয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিল্লাল গাজী বলেন, আমি খুবই খুশি হয়েছি। সহায়তা করার জন্য জেলা প্রশাসককে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।
এসময় উপস্থিত ছিলেন- সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান, সমাজ সেবা অধিদফতরের সহকারী পরিচালক মিয়া ফিরোজ আহমেদ খান, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান মাহমুদ ডালিমসহ আরো অনেকে।
করেসপন্ডেট,১১ ফেব্রুয়ারি ২০২১