চাঁদপুরের কচুয়া উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়জনে ১০ জন গরীব-অসহায় ও দুস্থ শারীরিক ব্যাক্তি, অটিজম শিশুদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন চাঁদপুরের সহযোগীতায় বৃহস্পতিবার বিকেলে চাঁদপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা মেজিস্ট্রেট মোহাম্মদ মোহসীন উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব হুইল চেয়ার বিতরণ করেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন শারীরিক প্রতিবন্ধী ও অটিজম শিশুরা সমাজের বোঝা নয়, তারাও মানুষ। তাদের প্রতি সহনশীল আচরন করে তাদের পাশে থাকতে হবে। বিশেষ করে শারীরিক প্রতিবন্ধী ও অটিজম শিশুদের যাতে কোনো সমস্যা না হয় সেজন্য সরকারী সহযোগীতার পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে।
কচুয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ হেলাল চৌধুরীর সভাপতিত্বে এসময় উপজেলা সমাজসেবা অফিসার নাহিদ ইসলাম কচুয়া থানার ওসি তদন্ত মোঃ জিয়াউল হক সহ উপকার ভোগী পরিবারের সদস্য ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় প্রধান অতিথি শারীরিক ও অটিজম শিশুদের সার্বিক খোঁজ-খবর নেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১০ জুলাই ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur