প্রতিবন্ধীরা আমাদের বোঝা নয়, যথাযথভাবে পরিচর্যা, শিক্ষা ও প্রশিক্ষণ দিলে তারাও জাতির সম্পদ হয়ে উঠবে। জাতীয় অগ্রগতি ও উন্নতিতে অবদান রাখতে পারবে। প্রত্যেক শিশু বিশেষ গুণাবলী ও বৈশিষ্ট নিয়ে জন্মগ্রহণ করে। প্রতিবন্ধীরাও তার ব্যতিক্রম নয়। এ তাগিদ থেকেই বাক, শ্রবণ ও মানসিক প্রতিবন্ধীদের ঢাকা বধির হাইস্কুল জাতীয়করণ করা হয়েছে।’
শনিবার (১৩ আগস্ট) দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এমপি তাঁর নিজ গ্রামের বাড়ি মোহনপুরে আলী মিয়া ভিলা মিলনায়তনে প্রতিবন্ধী শিক্ষার্থীদের হাতে হুইল চেয়ার, ক্র্যাচ, চশমা বিতরণ এবং স্কুলে মল্টিমিডিয়া প্রজক্টেরে ক্লাশ করানোর জন্য প্রধান শিক্ষকদের হাতে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও স্বপ্ন বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশকে দারিদ্রমুক্ত করে বাংলার দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার কাজ করছে। উন্নয়নমূলক কাজের মাধ্যমে দেশকে দারিদ্রমুক্ত করতে কাজ করছে সরকার। দেশ আজকে ডিজিটালে পরিণত হয়েছে। এখন শিক্ষকদেরকে আরো আন্তরিক হয়ে মেধাভিত্তিক শিক্ষার প্রতি গুরুত্ব দিয়ে পড়াশুনা করাতে হবে। তাহলে দেশ বিশ্ব দরবারে এগিয়ে যাবে।’
প্রাথমিক শিক্ষার মান বাড়ানোর জন্য মনিটরিং বাড়াতে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও সংশ্লিষ্ট এবং সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদেরকে নির্দেশ দিয়ে আরও যতœবান হওয়ার জন্য মন্ত্রী পরামর্শ দেন।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘পাঠদানে নিয়ম-অনিয়ম মনিটর করতে হবে। শুধু সরকারি বিদ্যালয়গুলো নয়, কিন্ডারগার্টেন স্কুলগুলোর ব্যাপারে নজরদারি ও তদারকি এবং মানসম্পন্ন শিক্ষা অর্জনের জন্য আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে। সরকারি প্রাথমিকের পড়াশোনার মান আরও বাড়ানো দরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশের কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়গুলোকে জাতীয়করণের মাধ্যমে শিক্ষকদের জীবনযাত্রার মান পাল্টে দিয়েছে। এটা ছিলো এ সরকারের একটা সাহসী পদক্ষেপ। যা সারা বিশ্বে একটি মডেল।’
এদিন উপজেলার ১৩টি প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া প্রজক্টরের মাধ্যমে ক্লাশ নেওয়ার জন্য ল্যাপটপ, ১৬ জন প্রতিবন্ধি শিশুকে হুইল চেয়ার,১৭শিক্ষার্থীকে ক্র্যাচ ও চশমা বিতরণ করা হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. কবির হোসেনের সভাপতিত্বে ও সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. মাহফুজুর রহমানের উপস্থাপনায় আলোচনা সভায় আরো বক্তৃতা করেন, আ’লীগের জাতয়ি পরিষদের সদস্য রিয়াজ উদ্দিন মানিক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ কুদ্দুছ, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক অ্যাড.নুরুল আমিন রুহুল, উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুল হক চৌধুরী বাবুল, ত্রানমন্ত্রীর পিএস মুক্তিযোদ্ধা তমিজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম হাওলাদার, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোজাম্মেল হক প্রমুখ।
খান মোহাম্মদ কামাল : আপডেট, বাংলাদেশ সময় ০৩:০০ এএম, ১৪ আগস্ট ২০১৬, রোববার
ডিএইচ