Home / সারাদেশ / প্রতিদিন ২ হাজার ১ শ’ চিকিৎসক ফোনে স্বাস্থ্যসেবা দিচ্ছেন : ৬৬, ৮০৩টি কল
ফোনে স্বাস্থ্যসেবা দিচ্ছেন
প্রতীকী ছবি

প্রতিদিন ২ হাজার ১ শ’ চিকিৎসক ফোনে স্বাস্থ্যসেবা দিচ্ছেন : ৬৬, ৮০৩টি কল

দৈনিক প্রায় ২ হাজার ১শ’ স্বেচ্ছাসেবী চিকিৎসক মোবাইল ফোনে জনগণকে করোনা বিষয়ে স্বাস্থ্যসেবা দিচ্ছেন। করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ একথা জানান।

তিনি জানান, দেশে বর্তমানে করোনা বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত চিকিসকের সংখ্যা ২২ হাজার ৭শ ৭৯ জন। এদের মধ্যে ২ হাজার ১ শ ১৮ জন চিকিৎসক মোবাইল ফোনে স্বাস্থ্যসেবা দিচ্ছেন। এরমধ্যে স্বাস্থ্য বাতায়নের ১৬২৬৩ নম্বরে ৫০ জন এবং ৩৩৩ নম্বরে ২ হাজার ৬৮ জন চিকিৎসক বিনামূল্যে জ্বর,সর্দি,কাশিসহ করোনা বিষয়ে চিকিৎসাসেবা ও পরামর্শ দিচ্ছেন।

তিনি বর্তমান পরিস্থিতিতে জনসাধারণকে হাসপাতালে না এসে ঘরে বসে ১৬২৬৩ ও ৩৩৩ এবং আইইডিসিয়ার’র হটলাইন ১০৬৫৫ ও ০১৯৪৪ ৩৩৩ ২২২ নম্বরে ফোন করে স্বাস্থ্যসেবা নেয়ার আহ্বান জানান।

তিনি জানান, গত ২৪ ঘন্টায় স্বাস্থ্য বাতায়নের ১৬২৬৩ নম্বরে ৬২ হাজার ১৭৩টি, ৩৩৩ নম্বরে ১ হাজার ৫৪১টি এবং আইইডিসিয়ার’র হটলাইন নম্বরে ৩ হাজার ৮৯ টি সহ মোট ৬৬ হাজার ৮০৩টি ফোন কল এসেছে।

ঢাকা ব্যুরো চীফ ৫ এপ্রিল, ২০২০