জাতীয়

প্রতিটি সরকারি ও বেসরকারি স্কুলে শহীদ মিনার নির্মাণের নির্দেশ

দেশের প্রত্যেক সরকারি ও বেসরকারি স্কুলে শহীদ মিনার নির্মাণ ও সংস্কারের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)। বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে।

মাউশি সূত্রে জানা যায়, মাউশির সহকারী পরিচালক (কলেজ-৪) ড. মো. আনোয়ার হোসেন স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, দেশের যেসব সরকারি ও বেসরকারি স্কুলে শহীদ মিনার নেই সে সব স্কুলে অতিদ্রুত শহীদ মিনার নির্মাণ করতে হবে। এছাড়া যেসব স্কুলে শহীদ মিনার জরাজীর্ণ অবস্থায় রয়েছে সেগুলো যথাসম্ভব দ্রুত সংস্কার করার নির্দেশ দেয়া হলো।

নিউজ ডেস্ক || আপডেট: ০২:১৪ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০১৬, শুক্রবার

এমআরআর  

Share