প্রতিটি শিক্ষার্থীর হৃদয়ে থাকবে বঙ্গবন্ধু: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সরকারি বেসরকারি উদ্যোগে শহীদ মিনার হচ্ছে, জাতির পিতার ম্যুরাল হচ্ছে। এটি একটি চলমান প্রক্রিয়া। আমরা চাই শিক্ষার মান উন্নয়ন করতে। বঙ্গবন্ধু শুধু ম্যুরালে নয়, যাতে প্রতিটি শিক্ষার্থীর হৃদয়ে থাকে আমরা সেই শিক্ষা ব্যবস্থা চালু করতে চাই।

শিক্ষামন্ত্রী আজ বৃহস্পতিবার (২৪ মার্চ) বিকেলে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উন্মোচনকালে এসব কথা বলেন।

এসময় শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব সাজ্জাদুল হাসান, সমাজ কল্যান প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু, স্থানীয় সংসদ সদস্য রেবেকা মমিন, জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমান, রাজনৈতিক বিশ্লেষক সুভাষ সিংহ রায়সহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিসহ বিভিন্ন পর্যায়ের মানুষ উপস্থিত ছিলেন।

Share