প্রতিটি বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে: ডিসি

চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য সহনীয় পর্যায় রাখা এবং বাজার নিয়ন্ত্রনের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৫ মার্চ বুধবার বিকাল ৪টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেনের পরিচালনায় সভাপতির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা প্রশসাক কামরুল হাসান।

চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান বক্তব্যে বলেন, আপনারা পন্যদ্রব্য একবারে করে কিনবেন। একসাথে সবাই বেশি পণ্য নিবেন না। তাহলে বাজারে চাপ কম পড়বে। খাদ্যদ্রব্যে রং ব্যবহার করা যাবে না। ইফতারির বিষয়টি আমরা মনিটরিং করবো। মোবাইল কোর্ট বৃদ্ধি করবো। আমাদের সকলকে সচেতন ও সর্তক হতে হবে। যদি রমজানে কোন কেউ খাদ্যে ভেজাল করে আমরা ব্যবস্থা নিব। কোনক্রমেই বাজারমূল্য সহনীয় পর্যায়ে রাখতে হবে।প্রতিটি বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে । দোকানে মূল্য তালিকা ও রশিদ রাখতে হবে । এ ক্ষেত্রে ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করছি ।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর পুলিশ সুপার মো: মিলন মাহমুদ, বিপিএম (বার)।

পুলিশ সুপার মিলন মাহমুদ বক্তব্যে বলেন, রমজান মাসে অপচয় কম করে অন্যকে সহায়তা করতে হবে। রমজানে দাম কম রাখতে হবে, যতটুকু সম্ভব হয়। আমাদের এ সময়টা কিছু ক্ষুদে ব্যবসায়ী তৈরি হয়, তাদের পন্যের মান ঠিক রাখতে হবে। ফলের দোকানে মনিটরিং করতে হবে। শহরে যানজট নিরসণে পুলিশ ও ট্রাফিক পুলিশ তৎপর থাকবে । এ ক্ষেত্রে ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করছি ।

এসময় আরো বক্তব্য রাখেন, চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট এ এস এম মোসা, চাঁদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি সোহেল রুশদী, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী ,সাবেক সেক্রেটারী জি এম শাহিন, চাঁদপুর জেলা মার্কেটিং অফিসার, চাঁদপুর রেস্তোরা মালিক সমিতির সভাপতি নুরুল আলম লালু, সাধারণ সম্পাদক হাজী মো: মাসুদ আখন্দ, পাল বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হারুন পাটওয়ারী, বস্ত্র ব্যবসায়ী সমিতির প্রতিনিধি বাবুল ।

এ সময় উপস্থিত ছিলেন, চাঁদপুর সদর সহকারি কমিশনার (ভূমি) মো: হেদায়েদ উল্যাহসহ জেলার সরকারি বিভিন্ন দফতরের প্রধানগণ।

স্টাফ রির্পোটার, ১৫ মার্চ ২০২৩

Share