প্রশাসক ও সদর উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত বলেছেন, ইউনিয়ন পরিষদগুলো অনেক ক্ষতিগ্রস্থ হয়েছে। সেগুলো পর্যায়ক্রমে মেরামত করা হবে।
প্রতিটি ইউনিয়নের গ্রামীন প্রধান রাস্তাগুলো দ্রুত মেরামত করা হবে। যদি আপনার এলাকার রাস্তা ভাঙ্গা থাকে, ইউনিয়ন পরিষদ অপরিস্কার বা নোংরা, রাস্তার সামনে কাঁদা থাকে তাহলে জনগন অনেকটা দুঃখ পাবে। ইউনিয়ন পরিষদ একটি সেবা প্রাপ্তির স্থান। সেবা নিতে আসা জনগনের সাথে খারাপ আচারণ করা যাবে না।
বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের হল রুমে চাঁদপুর সদর উপজেলার মাসিক সাধারণ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, টিআর কাবিখা প্রকল্পে কাঁচা থেকে পাঁকা রাস্তাগগুলো অধিক গুরুত্ব দিতে হবে। জনগনের জন্য কিছু করার উত্তম সময় এখনই। টিআর কাবিখা, টিবিজি ও বিবিজি প্রকল্প কাজগুলো চলমান রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গুণগত পরিবর্তন এসেছে। সিসিটিভি ক্যামেরা, লাইব্রেরী ও পর্যাপ্ত বেঞ্চ হয়েছে।
এসময় সদর উপজেলার সহকারী কমিশনার (ভুমি) আল ইমরান খান, চাঁদপুর সদর মডেল থানার ওসি (তদন্ত) মিন্টু দে, উপজেলা প্রকৌশলী রাহাত আমিন পাটওয়ারী, উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মুকবুল হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মির্জা মোঃ ওমর ফারুক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে মোহাম্মদ আলী জিন্নাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আফতাবুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার নাজমুন্নাহারসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক,২৯ মে ২০২৫