প্রতারিত হওয়া সেই গরু বিক্রেতাকে ওমরাহতে পাঠালেন অপু বিশ্বাস

জাল টাকায় প্রতারিত হয়ে কাঁদছিলেন এক বৃদ্ধ গরু বিক্রেতা সেই ভিডিও ভাইরাল হয়ে নাড়িয়ে দিয়েছিল পুরো দেশকে। এবার সেই বৃদ্ধ রইস উদ্দিন সৌদি আরব গেলেন পবিত্র ওমরাহ পালনে, আর তাকে এই সুযোগ করে দিয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস।

নাটোরের সিংড়া উপজেলার পাকুরিয়া গ্রামের বাসিন্দা রইস উদ্দিন গত কোরবানির ঈদের আগে উত্তরার দিয়াবাড়ী হাটে নিজের পোষা গরু বিক্রি করতে এসে এক প্রতারকের হাতে পড়েন। গরু বিক্রির ১ লাখ ২৩ হাজার টাকার মধ্যে ১ লাখ ২১ হাজার টাকাই ছিল জাল! চোখের জল আর হতাশায় কাতর রইস উদ্দিনের কাহিনি তখনই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।

মানবিক উদ্যোগ নিয়ে এগিয়ে আসে অলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন। শুরুতেই তারা নগদ ৫০ হাজার টাকা সহায়তা দেয় রইস উদ্দিনকে। এরপর নানা দিক থেকে সহযোগিতা মিলতে থাকে। এই সময়েই ফাউন্ডেশনের মাধ্যমে রইস উদ্দিনের পাশে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেন অপু বিশ্বাস। অপু বিশ্বাস রইস উদ্দিনের ওমরাহ পালনের যাবতীয় ব্যয়ভার গ্রহণ করেন। তার এই সহায়তায় শুক্রবার (২৫ জুলাই) ভোর ৬টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করেন রইস উদ্দিন।

বিমানবন্দরে রওনা হওয়ার আগে রইস উদ্দিন বলেন, অপু বিশ্বাস আমাকে ওমরাহ করাচ্ছেন। তিনি কথা রেখেছেন। আমি যাচ্ছি পবিত্র ওমরাহ করতে। আল্লাহ তাকে ভালো রাখুন। অন্যদিকে, বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমে অপু বিশ্বাস বলেন, তিনি আমার বাবার বয়সী। আমি যদি তার নিজের মেয়ে হতাম, তাহলে হয়তো এমনটিই করতাম। আমি চাই, তিনি আমার সন্তান ও পরিবারের জন্য দোয়া করুন। তাকে ওমরাহ পাঠাতে পেরে আমি খুব শান্তি অনুভব করছি।

মানবিক এই উদ্যোগে দেশের মানুষের কাছ থেকে প্রশংসা পাচ্ছেন অপু বিশ্বাস। অনেকেই বলছেন, এই কাজই একজন শিল্পীর আসল পরিচয়—মানবতার পাশে দাঁড়ানো।

চাঁদপুর টাইমস ডেস্ক/ ২৭ জুলাই ২০২৫