চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেছেন, প্রতারক তখনই সুযোগ পায় যখন আমরা দায়িত্ববান বা সচেতন না হই। যে আপনাকে প্রবাসে নিতে চায় তার সস্পর্কে এবং যেখানে যেতে ইচ্ছা করেছেন, সেখানের কাজ সম্পর্কে ভালোভাবে জেনে নিন। প্রতারণার মূল কারণ হচ্ছে আমরা সচেতন নই। নিজেরা সচেতন না হলে প্রতারকরা প্রতারণা করতেই থাকবে।
মঙ্গলবার (০৪ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সিসিডিএ আয়োজিত সিমস্ প্রকল্প ফেইজ ২ এর জেলা অভিবাসন অধিকার সুরক্ষা কমিটি’র অর্ধবার্ষিক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, আমরা প্রতারক সম্পর্কে সবাই জানি। তবুও অনেক মানুষ প্রতারকের প্রতারণা সম্পর্কে জানেন না, সেসব মানুষদের জানাতে হবে। প্রবাস কর্মীদের কোন কোন জিনিসের উপর সচেতন থাকতে হবে, সেসব চিহ্নিত করে বিলবোর্ড আকারে সংশ্লিষ্ট ৩ টি অফিসের সামনে লাগাতে হবে। প্রবাসে যেতে হলে ‘জনশক্তি, পাসপোর্ট ও প্রবাসী কল্যাণ ব্যাংক’ এই ৩ টি দপ্তর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবং এসব দপ্তরগুলোতে প্রবাসীরা কোন না কোন কাজে আসে। তখন এসব বিলবোর্ড তাদের চোখে পরবে এবং তারা সচেতন হতে পারবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার এর পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবীর।
সেবা দানকারী প্রতিষ্ঠানের জনপ্রতিনিধিদের মধ্যে বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাদের পলাশ, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক সাইফুদ্দিন মোহাম্মদ হাসান আলী, পাসপোর্ট অধিদপ্তরের উপপরিচালক মো. মাহবুবুর রহমান, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাছিমা আক্তার, প্রবাসী কল্যাণ ব্যাংকের শাখা ব্যবস্থাপক শিরিন আক্তার, প্রবাসী কল্যাণ সেন্টারের সহকারী পরিচালক মো. আলী হোসেন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ সফিকুর রহমান।
সভায় স্বাগত বক্তব্য দেন সিসিডিএ, সিমস্ প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক কে এম মাহাতাব উদ্দীন এবং অভিবাসন বিষয়ে এমআরপিসি প্রতিনিধিদের উপস্থাপনা করেন উপাদী উত্তর ও মতলব দক্ষিণের সদস্য আল মামুন।
সিনিয়র স্টাফ রির্পোটার,
৪ নভেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur