চাঁদপুরে ২৫ লাখ টাকার প্রতারণা মামলায় সিদরাতুল মুনতাহা চৌধুরী (২৯) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২২ সেপ্টেম্বর) দুপুরে সিলেট শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, চাঁদপুর জেলার হাজীগঞ্জ শহরের মকিমাবাদ এলাকার হাজী আলী আশরাফ নামের এক ব্যক্তিকে ফাঁদে ফেলে বিদেশে নেওয়ার কথা বলে বিভিন্ন সময় ২৫ লাখ টাকা হাতিয়ে নেন কানাডা প্রবাসী সিলেটের মেয়ে সিদরাতুল মুনতাহা।
কিন্তু পরে মুনতাহা তা অস্বীকার করেন। সম্প্রতি তিনি দেশে ফিরলে বাদী এই বিষয়ে থানায় মামলা করেন। এর পরিপ্রেক্ষিতে সিলেট থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে চাঁদপুরে নিয়ে আসে।
হাজীগঞ্জ থানার ওসি জাবেদুল ইসলাম বলেন, “গ্রেপ্তারকৃত নারী একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য। তার বিরুদ্ধে একাধিক প্রতারণা মামলা রয়েছে। ”
করেসপন্ডেন্ট
: : আপডেট, বাংলাদেশ ০৬ : ৩৮ পিএম, ২২ সেপ্টেম্বর, ২০১৭ শুক্রবার
এইউ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur