Monday, April 20, 2015 08:33:26 PM
স্টাফ করেসপন্ডেন্ট :
প্রতারক নারী নিজেই প্রতারিত হলেন। তিনি এভাবেই অন্যের মনে দুঃখ দিয়ে প্রতারণা করে যাচ্ছিলেন। কিন্তু বিধিবাম শেষ পর্যন্ত নিজের এ প্রতারণা কাজের জন্য এমন পুরস্কার পেলেন, যা তিনি আশা করেননি।
আমাদের সমাজে অহরহ এমন ঘটে, হয়তো আমরা কিছুটা দেখি আর কিছুটা দেখি না। নিচের ভিডিওচিত্রটি দেখলেই বুঝা যাবে পাপ বাপকেও ছাড়ে না।
https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=IbPZeivG0_E
চাঁদপুর টাইমস : এমআরআর/২০১৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur