চাঁদপুর সদর আর্মি ক্যাম্প হতে তালিকাভুক্ত অপরাধী এবং প্রতারক চক্রের সদস্যদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করে দুই প্রতারককে গ্রেফতার করেছে।
গোপন তথ্যের ভিত্তিতে ২৬ জুলাই শনিবার রাত ১১টা ৪০ মিনিটের যৌথ অভিযান পরিচালনা করা হয়।
উক্ত অভিযানে চাঁদপুর সদর উপজেলার স্টেডিয়াম রোড এলাকা থেকে চিহ্নিত প্রতারক চক্রের সদস্য কিশোর সিং রায় (৫০) এবং আব্দুর রহমান তারেক (২৪)কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিদের চাঁদপুর সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
চাঁদপুর আর্মি ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্টাফ রির্পোটার, ২৭ জুলাই ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur