ফুলে ফুলে উড়ে বেড়ানো প্রজাপতি দেখতে কার না ভালো লাগে? প্রজাপতির কোনটির পাখা হয় রঙিন, কারও থাকে নানা ধরনের নকশা করা কিন্তু গরমেন মৌসুমে পাল্টে যায় তাদের হাবভাব। ছবিটি চাঁদপুর সার্কিট হাউজ থেকে তুলেছেন চাঁদপুর টাইমস এর সিনিয়র করেসপন্ডেন্ট শরীফুল ইসলাম।
প্রজাপতি শব্দটা শুনলেই মন ভালো হয়ে যায়। কেমন এক পূত-পবিত্র ভাব ফুটে উঠে। রঙে আর বৈচিত্রে প্রজাপতির তুলনা প্রজাপতি নিজেই। প্রকৃতিতে এর চেয়ে সুন্দর আর কি হতে পারে? এই মুহূর্তে তো আমার মনে পড়ছে না।
মনে পড়ে ছোটবেলায় প্রজাপতির পেছন পেছন কত দৌঁড়য়েছি। আর এখন এই চাঁদপুর শহরে প্রজাপতির দেখা পাওয়া যেন বড়ই কষ্টকর। তবুও চাই প্রজাপতির মত রঙিন হোক আমাদের এই প্রাণের শহর চাঁদপুর।
ব্যস্ততম এই শহরে সবাই ছুটে বেড়ায় টাকা উপর্জন করে একটু ভালো থাকার জন্য। শুধু এর মধ্যে ভালো থাকা সিমাবদ্ধ? নিজেকে বার বার প্রশ্ন করুন, দেখুন ভালো থাকাটা কি করে আসে।
প্রজাপতির রঙিন নকশা দেখে মনটা কিছুটা হলেও ভালো লাগবে সবার। কষ্টগুলো দূরে সরিয়ে দিয়ে চলুন উজার করে দিই প্রজাতির রঙিন পাখার উড়ন্ত ডানায়।
ছবি ও প্রতিবেদন- শরীফুল ইসলাম
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur