প্রচারণা ছাড়াই ৩৫ বছর ধরে গরিবের পাশে সিরাজুল ইসলাম

চাঁদপুর সদরের বালিয়া ইউনিয়নের কৃতি সন্তান বস্ত্র ব্যবসায়ী, সমাজ সেবক আলহাজ্ব মো. সিরাজুল ইসলাম তালুকদার কোনো প্রকার প্রচারণা ছাড়াই ১৯৮২ সাল থেকে এ পর্যন্ত প্রায় ৩৫ বছর ধরে গরিবের পাশে থেকে জনসেবামূলক কাজ করে যাচেছন।

এছাড়াও সিরাজুল ইসলাম তালুকদার প্রতিবছর নিজের যাকাত তহবিল থেকে এলাকার অসহায় গরিবদের মাঝে কাপড় ও নগদ অর্থ সহায়তা করে আসছেন।

৪ রমজান শুক্রবার (১০ জুন) বাদ জুমা ইউনিয়নের গুলিসা গ্রামের বাবর আলী তালুকদারের বাড়ির বাইতুস সিরাজ জামে মসজিদ ও সিরাজুল ইসলাম আইডিয়াল একাডেমি প্রাঙ্গণে প্রায় ২ হাজার পরিবারের মাঝে শাড়ি ও নগদ অর্থ বিতরণ করা হয়।

এসময় উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কাউকে খুশি করতে কিংবা লোক দেখানো হয়ে সামাজিক কাজ করি না। একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য গরিব ও অসহায় মানুষদের পাশে থাকার চেষ্টা করি।’

যাকাত প্রসঙ্গে তিনি বলেন, ‘যাকাত হলো আল্লাহর বিধান, এটি ধনীদের প্রতি গরিবের হক, আল্লাহর হুকুম পালন করতে প্রতি যাকাত দিয়ে আসছি। আল্লাহ আমাকে মানুষের সেবা করার সুযোগ দিয়েছেন এজন্য আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।’

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন আলহাজ সুলতান আহমেদ তালুকদার, আলতাপ হোসেন তালুকদার, বাইতুস সিরাজ জামে মসজিদের খতিব মাওলানা গোফরান, ইউপি সদস্য দেলোয়ার হোসেন মিজি, ব্যবসায়ী নূর মোহাম্মদ বাবু, নজরুল তালুকদা, ফিরোজ তালুকদার প্রমুখ।

এছাড়াও এলাকায় প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়, কলেজ, মসজিদ, মাদ্রসা, ইদগাহ্, রাস্তাঘাটের উন্নয়ন সহযোগিতা এবং নিরীহ গরিব ও অসহায় এতিমদেরকে সাহায্য সহযোগিতা করে আসছেন।

তিনি চাঁদপুরের একজন দানবীর ও সমাজসেকব ব্যক্তি হিসেবে পরিচিত। বাইতুস সিরাজ জামে মসজিদ ও সিরাজুল ইসলাম আইডিয়েল একাডেমির পতিষ্ঠাতা, এবং ফরাক্কাবাদ ডিগ্রি কলেজের ১ নং প্রতিষ্ঠাতা সদস্য ও ১নং দাতা সদস্য, বালিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা।

[ ]প্রতিবেদক- আশিক বিন রহিম[
: আপডেট, বাংলাদেশ সময় ১০:০০ পিএম, ১০ জুন ২০১৬, শুক্রবার
ডিএইচ

Share