Home / আবহাওয়া / প্রচন্ড গরমের পর চাঁদপুরবাসীর মধ্যে নেমে এসেছে স্বস্তির বৃষ্টি
Rain,-Bristi
ফাইল ছবি

প্রচন্ড গরমের পর চাঁদপুরবাসীর মধ্যে নেমে এসেছে স্বস্তির বৃষ্টি

হঠাৎ অন্ধকারাচ্ছন্ন আকাশ। মুহূর্তেই ঘনকালো মেঘ থেকে অঝোরো বৃষ্টি। শুক্রবার (৮ জুন) দুপুর ১২:৩০টার দিকে চাঁদপুরে মুষলধারে
প্রচুর বৃষ্টি শুরু হয়।

তবে ভ্যাপসা গরমের পর বৃষ্টিতে স্বস্তি নেমে এসেছে চাঁদপুরবাসীর মধ্যে। দেশের বিভিন্ন স্থানেও বৃষ্টির খবর মিলেছে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে,দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও ঢাকা বিভাগে বিস্তার লাভ করেছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু আরও অগ্রসর হওয়ায় আবহাওয়াগত অবস্থা আনুকূলে রয়েছে। পশ্চিমা লঘুচাপ ভারতের বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে, যার একটি অংশ বর্ধিতাংশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। পরবর্তী ২৪ ঘন্টায় উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ এলাকার সৃষ্টি হতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া ও বিজলী চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

বার্তা কক্ষ

Leave a Reply