যাতিমান সংগীতশিল্পী বারী সিদ্দিকীকে সঙ্কটাপন্ন অবস্থায় রাজধানীর স্কয়ার হাসাপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
শুক্রবার রাতে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর তাকে সম্পূর্ণ অচেতন অবস্থায় স্কয়ার হাসপাতালে নেয়া হয়।
সেখানে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
বারী সিদ্দিকী হৃদরোগ ছাড়াও বহুমূত্র রোগে ভুগছেন। বর্তমানে তার দুটি কিডনিই অকার্যকর।
শনিবার সকালে সংবাদ মাধ্যমের কাছে বারী সিদ্দিকীর অসুস্থতার কথা জানান তার ছেলে সাব্বির সিদ্দিকী।
তিনি বলেন, গতকাল (শুক্রবার) সন্ধ্যায় বাবা শাহবাগে জাতীয় জাদুঘরে যান। সেখান থেকে রাত ১০টা নাগাদ বাসায় ফেরেন। তখনো তিনি স্বাভাবিক ছিলেন। কোনো অসুস্থতার কথা বলেননি। গভীর রাতে হঠাৎ তিনি গুরুতর হৃদরোগে আক্রান্ত হন। মুহূর্তেই অচেতন হয়ে পড়েন।
বাবার জন্য সবার কাছে দোয়া চেয়ে সাব্বির সিদ্দিকী জানান, তার বাবার অবস্থা ক্রমেই অবনতি হচ্ছে, চিকিৎসকরা কোনো আশার কথা বলতে পারছেন না ।
নিউজ ডেস্ক:
আপডেট, বাংলাদেশ ৪:৩৫ পি.এম, ১৮ নভেম্বর, ২০১৭ শনিবার
এ.এস
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur